করোনা টিকার প্ল্যান্ট দ্রুত বাস্তবায়নের সুপারিশ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৬ পিএম

রবিবার জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: ভোরের কাগজ
করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির প্ল্যান্ট দ্রুত বাস্তবায়নের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
রবিবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় এ বৈঠক।
বৈঠকে কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, মুহিবুর রহমান মানিক ও মো. আমিরুল আলম মিলন অংশ নেন। এ বৈঠকে ‘আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বিল ২০২২’ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় এবং পরবর্তী বৈঠকে অধিকতর পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে।
বৈঠকে গোপালগঞ্জে ভ্যাকসিন তৈরি ও গবেষণা প্ল্যান্ট প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়। দ্রুত ভ্যাকসিন তৈরির প্ল্যান্ট বাস্তবায়ন করার সুপারিশ করা হয়েছে। কমিটি করোনা ভ্যাকসিন তৈরির লক্ষ্যে এ সম্পর্কিত আইন প্রণয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের সুপারিশ করে।
বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।