মিয়ানমার সীমান্তের ওপারে হেলিকপ্টার, যুদ্ধবিমান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২, ০১:৫৪ পিএম

সতর্ক অবস্থানে বিজিবি
# শোনা গেছে গুলির শব্দ, আসেনি গুলি, সতর্ক অবস্থানে বিজিবি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরভাগ দুই দিন বন্ধ থাকার পর মঙ্গলবার ফের শোনা গেছে গোলাগুলি ও গোলাবারুদের শব্দ। এছাড়া, সীমান্তের ওপারে হেলিকপ্টার ও যুদ্ধবিমানের আনাগোনাও লক্ষ্য করা গেছে। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ছেন।
তবে এসব গোলার কোনোটিই বাংলাদেশের অভ্যন্তরে আসার খবর মেলেনি। বুধবার সকাল সাতটা ২০ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত এবং পরে দুপুর একটা থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা গেছে। বাংলাদেশের স্থানীয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
এদিকে, মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গ্রুপ আরাকান সেনাবাহিনী (এএ) গেল সপ্তাহে সে দেশের একটি বিজিপি ক্যাম্পে হামলা চালানোর পর থেকে ছোট ছোট ক্যাম্প এখন সেনাশূন্য হয়ে পড়েছে বলে দাবি করেছেন এক রোহিঙ্গা নেতা।
তিন সপ্তাহের বেশি সময় ধরে মিয়ানমারের পশ্চিম আরাকানে সে দেশের সেনা ও সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে বিদ্রোহী গ্রুপ আরাকান সেনাবাহিনীর তীব্র লড়াই অব্যাহত রয়েছে। বিশেষ করে বাংলাদেশ সীমান্তের ওপারে পশ্চিম ও উত্তর আরাকানের দুর্গম পাহাড় ও গহিন জঙ্গলাকীর্ণ এলাকায় দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ চলছে।