×

জাতীয়

দুদক মামলায় রাজউক কর্মকর্তার ৬ বছর কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২২, ০৩:৪০ পিএম

দুদক মামলায় রাজউক কর্মকর্তার ৬ বছর কারাদণ্ড

ফাইল ছবি

   

কাগজ প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশেনর (দুদক) মামলায় পৃথক দুই ধারায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর সহকারি অথরাইজ অফিসার মো. আলী আজম মিয়াকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাজিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে আসামিকে ৫ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক কোটি ৩৬ লাখ ৫৪ হাজার ৫১০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া অসাধু উপায়ে অর্জিত এক কোটি ৩৬ লাখ ৫৪ হাজার ৫১০ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত। অন্যদিকে আরেক ধারায় তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে আরো এক মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে। দুই ধারার সাজা একত্রে চলবে। সেক্ষেত্রে আসামিকে ৫ বছর কারাভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করেন আদালত।

এদিন আসামিপক্ষের আইনজীবী রায় পেছানোর আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করে রায় ঘোষণা করেন। এছাড়া আসামি আলী আজম মিয়া পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

জানা যায়, ১ কোটি ৪৭ লাখ ৮৫ হাজার ২০২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ৫৬ লাখ ৮৭ হাজার ১১০ টাকা সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০১৭ সালের ১৩ এপ্রিল দুদকের উপ-পরিচালক রাহিলা খাতুন রমনা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে একই ব্যক্তি ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App