
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ০২:৩৬ এএম
আরো পড়ুন
ঢামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২২, ০৭:৫৭ পিএম
টানা চার দিন কর্মবিরতি কর্মসূচি পালন শেষে তা প্রত্যাহার করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা।
রবিবার (১৪ আগস্ট) বিকেলে ঢামেক কর্তৃপক্ষ ও চিকিৎসক নেতাদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানায় ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মহিউদ্দিন জিলানী।
কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ে আয়োজিত বৈঠক শেষে তিনি জানান, স্বাচিপ নেতা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসের পর তারা কর্মসূচি প্রত্যাহার করেন।
মহিউদ্দিন জিলানী বলেন, জাতীয় শোক দিবসকে সামনে রেখে, ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে আসা মানুষের ভোগান্তির কথা ভেবে আমাদের অভিভাবকদের আশ্বাসের ভিত্তিতে কর্মবিরতি প্রত্যাহার করলাম। এখন থেকেই আমরা ডিউটিতে যোগদান করব।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
ঢামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২২, ০৭:৫৭ পিএম
টানা চার দিন কর্মবিরতি কর্মসূচি পালন শেষে তা প্রত্যাহার করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা।
রবিবার (১৪ আগস্ট) বিকেলে ঢামেক কর্তৃপক্ষ ও চিকিৎসক নেতাদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানায় ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মহিউদ্দিন জিলানী।
কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয়ে আয়োজিত বৈঠক শেষে তিনি জানান, স্বাচিপ নেতা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসের পর তারা কর্মসূচি প্রত্যাহার করেন।
মহিউদ্দিন জিলানী বলেন, জাতীয় শোক দিবসকে সামনে রেখে, ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে আসা মানুষের ভোগান্তির কথা ভেবে আমাদের অভিভাবকদের আশ্বাসের ভিত্তিতে কর্মবিরতি প্রত্যাহার করলাম। এখন থেকেই আমরা ডিউটিতে যোগদান করব।