ঢাকা ছাড়লেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২২, ১১:১৮ এএম

রবিবার সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’কে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন। ছবি: সংগৃহীত
ঢাকা ছাড়লেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রবিবার (৭ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন।
এর আগে একই দিন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে চারটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
শনিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। পররাষ্ট্রমন্ত্রী কম্বোডিয়া সফররত থাকায় তাকে স্বাগত জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।