চট্টগ্রাম বিমানবন্দরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর যাত্রাবিরতি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২২, ০৯:০১ পিএম

চট্টগ্রামে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির অবতরণের পর বুধবার বই উপহার দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: ভোরের কাগজ
আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) ২৯তম মন্ত্রী পর্যায়ে ৪-৬ আগস্ট অনুষ্ঠিতব্য বৈঠকে যোগদানের উদ্দেশ্যে কম্বোডিয়া যাওয়ার পথে চট্টগ্রামে যাত্রাবিরতি করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা ও স্বাগত জানান। প্রাথমিক আলাপ শেষে একে অপরকে বই উপহার দেন তারা। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দরে অবস্থান করেন প্রায় ৪০ মিনিট।
চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রাবিরতির সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী।