তাইওয়ানে পেলোসির আগমন প্রতারণামূলক: ওয়ার্কার্স পার্টি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২২, ০৭:২৪ পিএম

ন্যান্সি পেলোসি
তাইওয়ানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির আগমনকে ‘চরম উস্কানিমূলক ও প্রতারণামূলক বেপরোয়া আচরণ’ বলে মনে করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো।
বুধবার (৩ আগস্ট) বিকেলে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে দলটি এ খবর জানিয়েছে।
ওয়াকার্স পার্টি মনে করে, ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে সমস্ত পৃথিবী যখন এক অশান্ত সময় অতিক্রম করছে, তখন পেলোসির তাইপে সফর ওই অশান্তিকে আরও বিস্তৃত করবে। বস্তুত ন্যাটো সম্প্রসারণের নামে নব্য নাৎসি জেলেনেস্কিকে দিয়ে ইউরোপে তারা যে যুদ্ধের সূচনা করেছে, তাই এখন তাইওয়ানকে অজুহাত করে এশিয়া প্যাসিফিক অঞ্চলে ছড়িয়ে দিতে চায়।
দলটির বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ওয়ার্কার্স পার্টি আশা করে চীন তার স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে মার্কিনীদের উস্কানিমূলক আচরণের ফাঁদে পা দেবে না।