রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ জুলাই ২০২২, ১০:৩৫ এএম

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন হিরো
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন হিরোকে আর্থিক লেনদেন সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ জুলাই) রাতে গ্রেপ্তার করেছে।
শনিবার (২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন রাজিবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান। এর আগে চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানান তিনি।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, আর্থিক লেনদেন সংক্রান্ত চেক ব্যাংকে ডিজঅনার হলে তার বিরুদ্ধে জামালপুরের আদালতে মামলা হয়। আইনি প্রক্রিয়ায় কুড়িগ্রাম আদালতে আসে এই মামলা। এরপর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। শনিবার সকালে আদালতে পাঠানো হয় তাকে।