ঈদের ট্রেনের টিকিট: আগের রাতেই কমলাপুরে দীর্ঘ লাইন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২২, ১১:২৩ পিএম

সকাল না আসতেই বৃহস্পতিবার রাত থেকেই রাজধানীর কমলাপুরে ঈদের টিকিটের জন্য ভিড় দেখা যায়। ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহার ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে শুক্রবার সকাল আটটা থেকে। তবে সকালের অপেক্ষা না করে রাতেই শুরু হয়ে গেছে টিকিট যুদ্ধ।
বৃহস্পতিবার (৩০ জুন) রাতেই কমলাপুর রেলস্টেশনে টিকিটপ্রত্যাশীদের দীর্ঘ লাইন দেখা গেছে।
টিকিট কাউন্টারের সামনে অনেকে লাইনে দাঁড়িয়েছেন। অনেকে ভিড় করে রয়েছেন। উদ্দেশ্য একটাই, সকালে বিক্রি শুরু হলেই সবার আগে যেন টিকিট হাতে পান। এর জন্যই সারারাত স্টেশনেই কাটাবেন তারা।
কাউন্টারে টিকিট কাটতে আসা অনেকেই জানিয়েছেন, সারারাত স্টেশনে কাটিয়েও যদি টিকিট পান, তাহলে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবেন। সেই আশা থেকেই এত কষ্ট।
তারা আরও জানান, সবাই যদি সকালেই আসত টিকিটের জন্য, তাহলে এত কষ্ট করতে হতো না। এখন আগে থেকেই লাইন শুরু হয়ে গেলে টিকিট পাওয়ার জন্য এই কষ্ট করতেই হবে।
শুক্রবার সকাল আটটা থেকে কাউন্টার ও অনলাইনে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে। রাজধানীর ছয়টি স্থানে অর্ধেক টিকিট এবং বাকি অর্ধেক রেলের ওয়েবসাইট ও অ্যাপে পাওয়া যাবে। শুক্রবার বিক্রি হবে ৫ জুলাইয়ের ট্রেনের টিকিট।