শিমুলিয়া-মাঝিকান্দা ঘাটে ফেরি চলবে: নৌ প্রতিমন্ত্রী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুন ২০২২, ০৩:০২ পিএম

শিমুুলিয়া-মাঝিকান্দা ফেরিঘাটে সাংবাদিকদের সঙ্গে মঙ্গলবার মতবিনিময় করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
পদ্মা সেতু চালু হলেও ফেরি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়নি বলে নিশ্চিত করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (২৮ জুন) এই আশ্বাস দিয়ে তিনি জানান, আমরা ফেরি বন্ধ করিনি, সেখানে পারপারের জন্য ছয়টি ফেরি চাহিদা অনুযায়ী রাখা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, শিমুলিয়া-মাঝিকান্দি ঘাটে সোমবারও ফেরি চলাচল করেছে। চাহিদা অনুযায়ী আমরা এই ফেরিঘাট ব্যবহার করবো।
আরও পড়ুন: পদ্মা সেতু: উভয় সংকটে মোটরসাইকেল চালকরা
গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর রবিবার সেতুতে যান চলাচল শুরু হয় এবং এরই পরিপ্রেক্ষিতে বন্ধ থাকে ফেরি চলাচল। এরপর সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করায় সোমবার ফেরি পারাপার শুরু হয়। কিন্তু আজ মঙ্গলবার শিমুলিয়া-মাঝিকান্দা ঘাটে কোনো ফেরি পাওয়া যায়নি। এতে বিপাকে পড়েন মোটরসাইকেল চালকরা।