×

জাতীয়

ভোটের পরিবেশ নিয়ে অভিযোগ পাইনি: রিটার্নিং কর্মকর্তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২২, ১২:০১ পিএম

ভোটের পরিবেশ নিয়ে অভিযোগ পাইনি: রিটার্নিং কর্মকর্তা

বুধবার (১৫ জুন) রানীরদিঘীর পাড় ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের মুখোমুখি হন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন‌ নবী চৌধুরী। ছবি: সংগৃহীত

   

নির্বাচনী পরিবেশ নিয়ে কোনো অভিযোগ পাইনি। তবে কক্ষের সামনে ধীরগতি নিয়ে অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন‌ নবী চৌধুরী।

বুধবার (১৫ জুন) রানীরদিঘীর পাড় ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

কুমিল্লা সিটি নির্বাচনের এই রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, আমি মনে করি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হচ্ছে। পোলিং এজেন্টদেরকে আমি জিজ্ঞেস করেছি, তারাও আমাকে নিশ্চিত করেছেন, সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। সব প্রার্থী কিন্তু এজেন্ট দেননি। কোনো কোনো মেয়র প্রার্থী এজেন্ট দেননি।

ভোটে ধীরগতির বিষয়ে শাহেদুন নবী চৌধুরী বলেন, একজন ভোটার তিনটা পদে ভোট দেন। প্রথম প্রথম একটু হয়তো চিন্তা করেন যে কীভাবে ভোট দেবেন। এ জন্য একটু ধীরগতি হতে পারে।

কিছু ভোটার অভিযোগ করছেন তাদের আঙুলের ছাপ মিলছে না, এ প্রসঙ্গে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা বলেন, অনেক সময় আঙুলের রেখার কারণে এমনটা হয়। এগুলো এক আধটু হতে পারে। এর মধ্যেই আমরা চালিয়ে যাব। প্রিসাইডিং কর্মকর্তারা অবহিত আছেন, তারা এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

ইভিএম ডিভাইস সম্পর্কে রিটার্নিং কর্মকর্তা বলেন, ইভিএম সবগুলো ঠিকঠাক কাজ করছে এ রকম নয়। আমাদের মোবাইল কারিগরি টিম আছে, তারা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছেন। মেজর কোনো অভিযোগ আমরা পাইনি। একটু অনভ্যস্ততার কারণে এ রকম হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App