×

জাতীয়

পাটকেলঘাটায় স্বাস্থ্য পরিদর্শককে কুপিয়ে আহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২২, ০২:০২ পিএম

পাটকেলঘাটায় স্বাস্থ্য পরিদর্শককে কুপিয়ে আহত

সোমবার সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় স্বাস্থ্য পরিদর্শক কামরুল ইসলামকে কুপিয়ে আহত করেন বখাটে যুবক বিল্লাল হোসেন। ছবি: ভোরের কাগজ

   

সাতক্ষীরার পাটকেলঘাটায় কামরুল ইসলাম (৩৮) নামে এক স্বাস্থ্য পরিদর্শককে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় বিল্লাল হোসেন (৩৪) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত বিল্লাল যুগিপুকুর গ্রামের আনোয়ার উদ্দীন সানার ছেলে।

সোমবার (১৩ জুন) সকালে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার যুগিপুকুর কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা সূত্রপাত হয়।

আহত কামরুল ইসলামকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হয়েছে। এখন সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। কামরুল তালা সদরের সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানিয়েছে, যুগিপুকুর কমিউনিটি ক্লিনিকে প্রতিদিন সকালে কাজে আসতেন স্বাস্থ্য পরিদর্শক কামরুল ইসলাম। সেই সুবাদে একই এলাকার বখাটে যুবক বিল্লাল হোসেন প্রায়ই ক্লিনিকে এসে বিভিন্ন ধরনের ওষুধ নিয়ে যেতেন। সোমবার সকালে প্রতিদিনের মতো ওষুধ চান ওই যুবক। এ সময় স্বাস্থ্য পরিদর্শক দিতে না পারায় ধারাল দা দিয়ে স্বাস্থ্য পরিদর্শককে গুরুতর আহত করেন তিনি। পরবর্তীতে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) মেহোদী হাসান ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সামনে বলেন, সকালে বিল্লাল ওই ক্লিনিকে গিয়ে স্বাস্থ্য পরিদর্শকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে সে দা দিয়ে কামরুলের মাথায় আঘাত করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছেন। আহত ওই স্বাস্থ্যকর্মীকে এলাকাবাসীর সহায়তায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, এ ঘটনায় বিল্লাল হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App