সচল হলো খালেদার ভাই শামীম ইস্কান্দারের দুনীর্তির মামলা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ জুন ২০২২, ১০:৪৬ এএম

খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার। ফাইল ফটো

খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার। ফাইল ফটো
খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা বাতিল চেয়ে আবেদনের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খারিজ করে দেয়। ফলে মামলা চলতে আর বাধা নেই।
রবিবার (১২ জুন) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ বিষয়ে আদেশ দেন।
গত রবিবার এ বিষয়ে শুনানি শেষ হয়। এরপর আদেশের জন্য ১২ জুন দিন ঠিক করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একই বেঞ্চ।
আদালতে শামীম ইস্কান্দারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক।
২০০৭ সালে সম্পদের তথ্য চেয়ে শামীম ইস্কান্দারকে নোটিস দেয় দুদক। কিন্তু সে নোটিসের পর সম্পদের তথ্য গোপন করায় তার বিরুদ্ধে অনুসন্ধান শেষে মামলার সিদ্ধান্ত নেয় সংস্থাটি। পরে ২০০৮ সালে রমনা থানায় মামলা করে দুদক। এ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনও নেন শামীম ইস্কান্দার ও তার স্ত্রী।
২০১৬ সালে এ মামলা বাতিল চেয়ে করা শামীম ইস্কান্দারের আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। এরপর আবারও মামলা বাতিল চেয়ে আপিল বিভাগে আবেদন করেন তার স্ত্রী।