সম্পদে মনিরুল এগিয়ে, দামি গাড়িতে চড়েন আরফানুল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ মে ২০২২, ০৯:০৮ এএম

বিএনপির সাবেক নেতা মো. মনিরুল হক ওরফে সাক্কু ও আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আরফানুল হক। ছবি: ভোরের কাগজ
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ছয়জন প্রার্থীর মধ্যে সদ্য বিদায়ী মেয়র ও বিএনপির সাবেক নেতা মো. মনিরুল হক ওরফে সাক্কুর সম্পদ সবচেয়ে বেশি। পাঁচ বছরের ব্যবধানে তার সম্পদ বেড়েছে কয়েক গুণ। এদিক থেকে তার চেয়ে পিছিয়ে থাকলেও দামি গাড়িতে চড়েন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আরফানুল হক। তার দুইটি গাড়ির মধ্যে একটির দাম এক কোটি দুই লাখ টাকা।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরীর কাছে দাখিল করা হলফনামায় মেয়র প্রার্থীরা নিজেদের শিক্ষাগত যোগ্যতা, মামলা, পেশা, আয়ের উৎস, স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য উল্লেখ করেছেন। হলফনামা ঘেঁটে এসব তথ্য পাওয়া যায়।
সম্পদ বৃদ্ধিতে এগিয়ে থাকার বিষয়ে মেয়র প্রার্থী মনিরুল হক বলেন, হোটেল ব্যবসা, ঠিকাদারি, বাড়ি ও দোকানভাড়া থেকে আয় বেড়েছে। যে কারণে সম্পদ বেড়েছে।