দুঃস্থদের মধ্যে হাজী সেলিমের নিত্যপণ্য ও অর্থ বিতরণ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ০৫:২৬ পিএম

মঙ্গলবার দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন হাজী মো. সেলিম। ছবি: ভোরের কাগজ
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য, মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী মো. সেলিমের ব্যবস্থাপনায় ও উদ্যোগে পুরান ঢাকার মদিনা টাওয়ারে তার রাজনৈতিক কার্যালয়ে গরীব দুঃস্থ ৫০০ পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, চিনি, সেমাই, পেঁয়াজ, আলু, লবণ এবং নগদ টাকা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে এ সহায়তা কার্যক্রম চালানো হয়। এ সময় পরিবার প্রতি নিত্যপণ্য ও নগদ ৫ হাজার টাকা বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে মদিনা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোলায়মান সেলিম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম, ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী জাহাঙ্গীর আলম বাবুল, ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মো. আলমগীর, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, লালবাগ থানা আওয়ামী লীগ নেতা হাজী দেলোয়ার হোসেন মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা শরীফুল এমদাদ নাঈম প্রমুখ উপস্থিত ছিলেন।