শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ মার্চ ২০২২, ০৩:১০ পিএম
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় এমভি রূপসী-৯ কার্গো জাহাজের মাস্টার রমজান আলী শেখসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার (২২ মার্চ) নৌ-আদালতের বিচারক স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম এ পরোয়ানা জারি করেন।
পরোয়ানাভুক্ত অপর আসামিরা হলেন-কার্গো জাহাজের মাস্টার মো. নুরুল আলম, ইনচার্জ ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. নাদিম হোসেন, লস্কর মো. সুমন হোসেন, মো. ইয়াসিন, সুকানী মো. জাহিদুল ইসলাম, গ্রিজার মো. রিয়াদ হোসেন। নৌ-পরিবহন অধিদপ্তরের প্রসিকিউটিং অফিসার বেল্লাল হোসাইন বিষয়টি জানান।
তিনি বলেন, এদিন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নারায়ণগঞ্জ বন্দরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক বাবু লাল বৈদ্য বাদী হয়ে আটজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার বাদী আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।
গত রবিবার (২০ মার্চ) দুপুরে শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় এমভি রূপসী-৯ নামে কার্গোর ধাক্কায় লঞ্চ এম এল আফসার উদ্দিন ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত আট জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও চারজন।