বইমেলা আজ কিছুটা ফাঁকা, ছন্দহীন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ মার্চ ২০২২, ০৪:৩৪ পিএম

বুধবার বইমেলা বেশ ফাঁকা ছিল, পাঠক-দর্শক ছিল বেশ কম। ছবি: ভোরের কাগজ

বুধবার বইমেলায় পাঠক দর্শকের উপস্থিতি ছিল বেশ কম। ছবি: ভোরের কাগজ
এবারের বইমেলা পাঠক-লেখক-প্রকাশক-বিক্রয়কর্মীদের পদচারণায় প্রথম দিন থেকেই মুখরিত ছিল। তবে বুধবার (৯ মার্চ) মেলা দেখা গেছে অনেকটাই ফাঁকা, ঢিলেঢালা, ছন্দহীন। মেলার এমন ছবি অনেকটাই অচেনা।
প্রকাশক ও বিক্রয়কর্মীরা বলছেন, বইমেলার সময় বাড়ায় লোকসমাগম কমে গেছে। সবাই ভাবছে, আরও সময় আছে শেষদিকে সময় করে যাবো। তারা আরও জানান, মেলার সময় বাড়ায় লোকসমাগমের সঙ্গে সঙ্গে বিক্রিও কিছুটা কমেছে।
দিব্য প্রকাশের রণী বলেন, এবারের বইমেলায় আজই সবচেয়ে কম দর্শনার্থী। অথচ এবারের বইমেলা প্রথমদিন থেকে আশাতীত জমে উঠলেও শেষের দিকে এসে ঝুলে গেছে মনে হচ্ছে। মেলা ১৫ দিন চলবে, এমন চিন্তা নিয়ে শুরুর দিকে অনেকে বই কিনে ফেলেছে। সময় বাড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকে বিক্রি আগের তুলনায় একটু কম হচ্ছে। সময় বাড়ানোর কারণে হয়তো পাঠকরা মনে করছেন, সময় তো আরও আছে, আমরা শেষ দিকে যাবো। শেষের দিকে কিনব। আশায় আছি শেষটা যেনো ভালো ভালো হয়।
[caption id="attachment_339108" align="aligncenter" width="1280"]
প্রকাশনা সংস্থা অনন্যার বিক্রয়কর্মী নিসাত হোসেন বলেন, অন্যান্য দিনের চেয়ে আজকে মেলায় ক্রেতার উপস্থিতি হতাশাজনক। অথচ প্রথমে মেলা শুরু হওয়ার পর থেকে মানুষের সমাগম ছিল অনেক। এখন আবার সময় বাড়ানোর কারণে অনেকটা কমে গেছে। আশা করছি, শেষদিকে আবার বাড়বে।
বেহুলাবাংলার বিক্রয়কর্মী শাহাজাদ বলেন, কয়েকদিন ধরেই বিক্রি অনেকটাই কমে গেছে। তবে আজ দেখছি মেলায় পাঠক-দর্শকও তুলনামূলক কম। কাল ছুটির দিনে আশা করছি বাড়বে। মেলার সময় বাড়ায় পাঠক-দর্শক আগমন কমে গেছে। সবাই ভাবছে, সময় আছে, শেষদিকে যাওয়া যাবে।
ইত্যাদির বিক্রয়কর্মী ইশরাত বলেন, লোক সমাগম কিছু। গরমের কারণে অনেকে সন্ধ্যার দিকেই আসে। তবে অনেকে আসেন ঘোরাঘুরি, আড্ডা, সেল্ফি তুলতে।