উত্তরবঙ্গ থেকে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা দাবিতে বিশিষ্ট ১০০ নাগরিকের বিবৃতি

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৮:০৩ পিএম

ছবি: সংগৃহীত
উত্তরবঙ্গ থেকে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা দাবিতে বিবৃতি দিয়েছেন বিশিষ্ট ১০০ নাগরিক। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এই বিবৃতি দেয়া হয়। এতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সৃষ্ট আন্দোলনের ফলে শেখ হাসিনা পদত্যাগ করেন। এরপর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। গত বছরের ৫ আগস্ট এই অস্থায়ী সরকার গঠনে সহায়তা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরকারী সমন্বয়কদের প্রতিনিধি দল, রাষ্ট্রপতি ও সেনাবাহিনী প্রধান।
বিবৃতিতে বলা হয়, ৮ আগস্ট শপথ গ্রহণের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে সরকার গঠন করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরকারীদের মধ্যে অন্যতম ভূমিকা পালন করেছিলেন উত্তরবঙ্গের কৃতিসন্তান কারমাইকেল কলেজ ছাত্র শহীদ আবু সাঈদ। দেশের বৃহৎ জনসংখ্যার বসবাস এই উত্তর জনপদে। রাজশাহী-রংপুর বিভাগের এই বিশাল জনপদের মানুষকে উপেক্ষা করা হয়েছে উপদেষ্টা পরিষদ গঠনের সময়।
বিবৃতিতে আরো বলা হয়, দেশের সমতল এলাকার এতো বিপুল সংখ্যক মানুষের স্থানীয় কোনো প্রতিনিধি রাখা হয়নি উপদেষ্টা পরিষদ গঠনে। বৈষম্য করা হয়েছে রাজশাহী-রংপুরের মানুষের সঙ্গে।
আরো পড়ুন: তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে কোয়ান্টামের সম্মাননা
বিশিষ্ট ১০০ নাগরিক আহ্বান জানান, দ্রুত সম্প্রসারিত হোক উপদেষ্টা পরিষদ। সেখানে স্থান পাক রাজশাহী-রংপুর বিভাগ থেকে একাধিক উপদেষ্টা। যাতে এই এলাকার মানুষের কথা সরাসরি তুলে ধরতে পারেন তারা। রাজশাহী-রংপুর থেকে উপদেষ্টা পরিষদে স্থান দেয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন- চলচিত্র পরিচালক ও ওয়াল্ড নিউজ অব বাংলাদেশের প্রধান সম্পাদক কবি মঞ্জুরুল ইসলাম মেঘ। গাইবান্ধা জেলা বার সমিতির সভাপতি ফারুক আহম্মেদ প্রিন্স, লেখক কলামিস্ট সংগঠক কবি লায়ন মাহমুদ হোসেন পিন্টু, কৃষক সমিতির সভাপতি রবিউল আউয়াল বিএসসি, সংগঠক সমাজসেবক লিও ক্লাব অব বগুড়ার সাবেক সভাপতি এমআর হাসান পলাশ, বাংলাদেশ হরিজন যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ বাসফোর, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য কৌলাশ চন্দ্র রবি দাস, সুপ্রিম কোর্টের আইনজীবী রেজাউল করিম, ইউ ইউথের ফাউন্ডার ও সাবেক লিও জেলা ৩১৫ এ-২-এর সভাপতি লায়ন মিজানুল হক প্রিন্স, ডা. রফিকুল ইসলাম বাদশা, মিতু মোল্লা, গণমাধ্যম ও মানবাধিকারকর্মী সৈয়দ রোকনুজ্জামান, শিক্ষক আনোয়ার হোসেন শামিম, মানবাধিকারকর্মী সাজাদুর রহমান সাজু ও বাংলাদেশ দলিত-বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক শীপন কুমার রবি দাস প্রমুখ।