×

অন্যান্য

দেশি মুরগি গরিবের নাগালের বাইরে, ব্রয়লারও হারাচ্ছে ভরসা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০৬:১০ পিএম

দেশি মুরগি গরিবের নাগালের বাইরে, ব্রয়লারও হারাচ্ছে ভরসা

ছবি : সংগৃহীত

   

রাজধানীর বিভিন্ন বাজারে মুরগির দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে শান্তিনগর বাজারে গার্মেন্টস কর্মী রাজু আহমেদ মর্মে মর্মে আক্ষেপ করেন, ব্রয়লার মুরগির দামও অনেক বেশি আর দেশি মুরগি তো আমাদের মতো গরিব মানুষের কাছে বিলাসিতা।

রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে পাওয়া তথ্য অনুযায়ী, প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ টাকা, লেয়ার মুরগি প্রতি কেজি ৩০০ টাকা, কক প্রতি কেজি ৩০০ থেকে ৩১০ টাকা, সোনালি, পাকিস্তানি মুরগি প্রতি কেজি ৩০০-৩২০ টাকা এবং দেশি মুরগি প্রতি কেজি ৬৫০-৭০০ টাকায় বিক্রি হচ্ছে। 

ক্রেতাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে, বিশেষত নিম্ন আয়ের সাধারণ ক্রেতাদের জন্য। একাধিক ক্রেতা জানিয়েছেন, বাজারে মাংসের চাহিদা মেটাতে ব্রয়লার মুরগি সবচেয়ে বেশি বিক্রি হলেও, দাম বেড়ে যাওয়ার কারণে এই মুরগিও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। হাবিবুর রহমান নামে এক ক্রেতা মালিবাগ বাজারে ক্ষোভ প্রকাশ করে বলেন, বেসরকারি একটি চাকরি করি। বেতন দিয়ে পুরো মাস চলাই কঠিন হয়ে গেছে। বাজার খরচই অতিরিক্ত হয়ে যাচ্ছে। একটা ব্রয়লার মুরগি কিনতেই ৩৫০/৪০০ টাকা লাগছে। তাও সবচেয়ে কম দামের মুরগি।

সাজ্জাদ হোসেন নামের আরেক ক্রেতা সেগুনবাগিচা বাজারে বলেন, ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে, তবে অন্য সব ধরনের মুরগি অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। বাজার মনিটরিং বা দাম নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

মুরগি বিক্রেতারা জানান, ফিডের দাম বেড়ে যাওয়ার কারণে মুরগির উৎপাদন খরচ বাড়ছে। এর ফলে মুরগির দামও বাড়ছে। খোরশেদ আলম নামে রামপুরা বাজারের এক মুরগি বিক্রেতা বলেন, ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে এখন প্রতি কেজি ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সোনালি, কক, লেয়ার, দেশি মুরগির দাম বাড়ছে।

উত্তর বাড্ডা বাজারের সিরাজুল ইসলাম জানান, দেশের বিভিন্ন অঞ্চলে সম্প্রতি বন্যা হওয়ায় খামারিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ফলে মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। যদিও ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে, তবে অন্যান্য মুরগির পাইকারি দাম বেশি হচ্ছে।

এভাবে ক্রমবর্ধমান মুরগির দাম সাধারণ মানুষের জন্য এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা বাজারে ক্রেতাদের ক্রয়ক্ষমতা সীমিত করে দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App