×

অন্যান্য

জেড আই খান পান্নার নামে মিথ্যা হত্যা মামলার নিন্দা ওয়ার্কার্স পার্টি ও বাসদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৫:২৪ পিএম

জেড আই খান পান্নার নামে মিথ্যা হত্যা মামলার নিন্দা ওয়ার্কার্স পার্টি ও বাসদের

জেড আই খান পান্না। ছবি: সংগৃহীত

   

সিনিয়র আইনজীবী, বীরমুক্তিযোদ্ধা জেড আই খান পান্নার নামে মিথ্যা হত্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। সোমবার (২১ অক্টোবর) পৃথক পৃথক বিবৃতিতে তারা এ নিন্দা জানান।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহমুদুল হাসান মানিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল ঢাকা সুপ্রিম কোর্ট —হাইকোর্টের সিনিয়র এ্যাডভোকেট মুক্তিযোদ্ধা জেড আই খান পান্নাকে মিথ্যা হত্যা মামলার আসামী করার তীব্র নিন্দা জানান।

তারা বলেন, এদেশের সব গণতান্ত্রিক সংগ্রামের নেতৃত্বশীল মানুষ, আইনের শাসন প্রতিষ্ঠার লড়াকু আইনজীবী, এ্যাডভোকেট জেড আই খান পান্না গণতন্ত্রের পথে ভূমিকা রেখে চলেছেন। সাদাকে সাদা, কালোকে কালো বলার সত্য নীতির ওপর দাঁড়িয়ে তিনি চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তার অবস্থান রেখেছেন। গণতন্ত্রের সংগ্রামে এই অবস্থান কোনো বিকল্প নেই। সেটিকে সম্মান জানানোই সবার কর্তব্য। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ বিবেচনা করে রাষ্ট্রকে ব্যবহার করে মিথ্যা হত্যা মামলার আসামী করার মধ্য দিয়ে গণতন্ত্রের সেই অমোঘ সহনশীল নীতি ব্যহত হলো। আমরা আশা করবো বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ট সন্তান জেড আই খান পান্নার নামে মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক। 

আরো পড়ুন: প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত শাহবাগেই অবস্থানের ঘোষণা ৩৫ প্রত্যাশীদের

এদিকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) বলেছে, এডভোকেট জেড আই খান পান্নার বিরুদ্ধে মিথ্যা হত্যাচেষ্টা মামলা দায়েরের ঘটনা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অভিপ্রেত নয়। দলটির  কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা সোমবার এক বিবৃতিতে বলেন, সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নার নামে অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের হত্যাপ্রচেষ্টার মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অথচ তিনি অভ্যুত্থানের সমর্থক ছিলেন। অভ্যুত্থানের সময় ছাত্র সমন্বয়কদেরকে ডিবি কার্যালয়ে তুলে নেয়ার প্রতিবাদে, আন্দোলনকারীদেরকে অবৈধভাবে আটক এবং ছাত্র-জনতার ওপর পুলিশ-বিজিবির গুলিবর্ষণ বন্ধের জন্য হাইকোর্টে রিট মামলা দায়ের- এসব ক্ষেত্রে যে সব আইনজীবী তখন সাহসের সঙ্গে দাঁড়িয়েছিলেন, তার মধ্যে তিনি একজন। ধারণা করা যায়, এ সময়ে তার কিছু বক্তব্যের কারণে আক্রোশবশত এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। 

জেড আই খান পান্না খুব স্বাভাবিকভাবেই তার ব্যক্তিগত মত প্রকাশের অধিকার রাখেন। এরজন্য তার মতো একজন বর্ষীয়ান আইনজীবী ও মানবাধিকার কর্মীকে হেনস্তা করা দু:খজনক। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি। 

বিবৃতিতে মাসুদ রানা এডভোকেট জেড আই খান পান্নার নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App