×

অন্যান্য

কারাতে প্রতিযোগিতায় শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধির প্রতিশ্রুতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০৮:৪৭ পিএম

কারাতে প্রতিযোগিতায় শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধির প্রতিশ্রুতি

ছবি: সংগৃহীত

   

রাজধানীর ধানমন্ডিতে শুক্রবার অনুষ্ঠিত হলো ‘মার্শাল আর্ট বিডি কারাতে প্রতিযোগিতা ২০২৪’। এতে দেশের ২৪টি দল থেকে আসা ৫ শতাধিক কারাতেকা অংশ নেন। প্রতিযোগিতায় ৮৪টি ইভেন্টে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন, যা একেএফ (আশিয়ান কারাতে ফেডারেশন) ও বিকেএফের (বাংলাদেশ কারাতে ফেডারেশন) বিজ্ঞ বিচারকমণ্ডলী পরিচালনা করেন। খেলা শেষে বিজয়ীদের হাতে মেডেল ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।

মার্শাল আর্ট বিডির প্রতিষ্ঠাতা সেন্সেই নাজমুল সাহাদাত বলেন, কারাতে শুধু শারীরিক দক্ষতা বাড়ায় না, এটি মানসিক শক্তি, আত্মবিশ্বাস ও সুশৃঙ্খলতা গড়ে তুলতে সাহায্য করে। ঢাকার মতো জায়গায় যেখানে খেলার মাঠের অভাব রয়েছে, সেখানে কারাতে হতে পারে একটি কার্যকর সমাধান। কারাতে মানুষের জীবনকে সুস্থ, চিন্তাশীল, এবং আত্মপ্রত্যয়ী করে তোলে।

মার্শাল আর্ট বিডির জেনারেল সেক্রেটারি সেন্সেই আশফিরা সুলতানা বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের কারাতে শেখার ক্ষেত্রে এখনো অনেক প্রতিবন্ধকতা রয়েছে। যদিও ১৯৮০ সালে নারীদের জন্য কারাতে প্রশিক্ষণ শুরু হয়, কিন্তু সমাজে এখনো নারীদের এ চর্চাকে স্বাভাবিকভাবে দেখা হয় না। এই প্রতিযোগিতার মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কারাতের মানোন্নয়নেরও চেষ্টা করা হচ্ছে।

তিনি আরো বলেন, কারাতের অনুশীলন কেবল শারীরিক নয়, এটি সামাজিক দক্ষতাও বৃদ্ধি করে। প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে কারাতেকাদের দক্ষতা আরো শানিত হয়। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনার সন্তানদের ঘরে বন্দি না রেখে কারাতে শেখাতে দিন, তাদের জীবনকে সুসংগঠিত ও সুন্দরভাবে গড়ে তুলুন।’

আরো পড়ুন: টিসিএস আমস্টারডাম ম্যারাথনে অংশ নিচ্ছেন বাংলাদেশী দৌড়বিদ ইমামুর

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App