৯ অক্টোবর বিনামূল্যে ঠোঁট ও তালুকাটা অপারেশন ক্যাম্প

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ০৭:৪৯ পিএম

ছবি: সংগৃহীত
অনেক শিশুই ঠোঁট কাটা ও তালু কাটার মত ত্রুটি নিয়ে জন্ম নেয়। দেশে প্রতিবছর প্রায় ৬ হাজার শিশু এই সমস্যা নিয়ে জন্ম নেয়। তবে এ সমস্যা সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়া যায়। হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. সিবগাতুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১ অক্টোবর) এ তথ্য জানানো হয়।
জন্মগতভাবে ঠোঁট ও তালু কাটা শিশুরা এখন বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে। ঢাকার নয়াপল্টনস্থ (জোনাকি হলের বিপরীত পাশে) ইসলামী ব্যাংক স্পেশালাইজড এন্ড জেনারেল হাসপাতালে শুরু হতে যাচ্ছে বিনামূল্যে ঠোঁটকাটা-তালুকাটা অপারেশন ক্যাম্প। আগামী ৯ অক্টোবর (বুধবার) জন্মগত ঠোঁটকাটা-তালুকাটা রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে প্লাস্টিক সার্জারির মাধ্যমে অপারেশনের ব্যবস্থা নেয়া হয়েছে।
এছাড়াও বার্ণ-প্লাস্টিক সার্জারি ও জন্মগত সমস্যাজনিত রোগীদের ফ্রি ব্যবস্থাপত্র দেয়া হবে। অপারেশন ক্যাম্পে আগ্রহী রোগীদের রেজিস্ট্রেশন করার জন্য ০১৯১৮১০২৯৭৯ নাম্বারে যোগাযোগ অথবা নাম, বয়স ও মোবাইল নাম্বারসহ এসএমএস করতে অনুরোধ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।