ধর্ষণ ও হত্যার বিচারের দাবি সমাজতান্ত্রিক মহিলা ফোরামের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৩ পিএম

সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। ছবি: সংগৃহীত
সম্প্রতি অভয়নগরের সবিতা রাণী দে হত্যা, শৈলকুপার তিথিকে ধর্ষণ ও হত্যার বিচার এবং সারাদেশে কন্যাশিশুদের উপর নির্মম নির্যাতনের তীব্র প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। বৃহষ্পতিবার (২৬ সেপ্টেম্বর) মহিলা ফোরামের সভাপতি প্রকৌশলী শম্পা বসু ও সাধারণ সম্পাদক অ্যাড. দিলরুবা নূরী এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
তারা বলেন, একটি দেশ কতখানি সভ্য ও উন্নত তার প্রমাণ পাওয়া যায় সেই দেশের নারী ও শিশুদের সার্বিক পরিস্থিতি কেমন তার বিচারে। প্রায় প্রতিদিন এরকম অসংখ্য তিথি, সবিতা এবং কন্যাশিশুরা নির্যাতন, ধর্ষণ, হত্যার শিকার হচ্ছে। একেক ক্ষেত্রে ঘটনা একেক রকম হলেও মূল সংকট হলো পরিবার, সমাজ, রাষ্ট্রে নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গী। নারী মানুষ নয়, নারী হলো ভোগের বস্তু, মুনাফার পণ্য। পরিবার, স্কুল, কলেজ, পাঠ্যবই, সিনেমা, বিজ্ঞাপন, পাড়ায় পাড়ায় ওয়াজের মাধ্যমে এই চিন্তা সমাজে প্রতিষ্ঠা করা হচ্ছে প্রতিনিয়ত। নারীকে মানুষ হিসেবে সামাজিক মর্যাদা দেবার রাষ্ট্রীয় তেমন কোন উদ্যোগ এ যাবতকালে নেয়া হয়নি। আইনগতভাবেই নারী বৈষম্যের শিকার বলেই নারীদের ওপর নির্যাতন কমছে না বলে মন্তব্য করেছেন নারী নেত্রীরা।
মহিলা ফোরামের নেতারা আরো বলেন, বিচার না হলে অপরাধীরা প্রশ্রয় পায়, সে কারণে দেশে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। নারী সম্পর্কিত বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গী সমাজে জায়েজ হয়ে যায়। নারী ও শিশুদের বেড়ে ওঠা, শিক্ষা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে এবং সর্বোপরি পরিবারে ও সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকরী উদ্যোগ নেয়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ। যা স্বাধীনতার ৫৩ বছর পরেও নিশ্চিত করা যায়নি। অবিলম্বে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
আরো পড়ুন: অন্তর্বর্তী সরকারের ৫১ দিনে ৬৫ হাজার এনআইডি আবেদন নিষ্পত্তি