ঈশ্বরগঞ্জে অজ্ঞান পাটির খপ্পরে পরে ব্যবসায়ীর মৃত্যু

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০২:০২ পিএম

প্রতীকী ছবি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মধুপুর বাজার লাবিব ইলেক্টনিক ওয়ালটন শোরুমের মালিক শাজাহান কবির নামের এক ব্যবসায়ী অজ্ঞান পাটির খপ্পরে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত রবিবার (২৬ জানুয়ারি) ওই ব্যবসায়ী মধুপুর বাজার কৃষি ব্যাংক থেকে স্ত্রী আফরোজার নামে দেড় লাখ টাকা ঋণ উত্তোলন করে সিএনজিতে উঠে ঈশ্বরগঞ্জ আশার কথা বলে। পরে বিকেল ৩টার দিকে ময়মনসিংহ ব্রীজ মোড় বাস স্ট্যাডে অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখে।
স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খরব পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে তাকে দেখতে যান। সোমবার (২৭ জানুয়ারি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যবসায়ী শাহজাহান মারা যান।
এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।