নেত্রকোণায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আইন কর্মকর্তা নিয়োগ

ম.শফিকুল ইসলাম, নেত্রকোণা থেকে
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০২:২১ পিএম

ছবি: ভোরের কাগজ
নেত্রকোণায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আইন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এ নিয়োগ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিগত সময়ের সব আইন কর্মকর্তাদের নিয়োগ বাতিল করে নতুন এই নিয়োগ দেয়া হয়। নতুন নিয়োগে জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পান সিনিয়র আইনজীবী আবুল হাসেম। তিনি ১৯৮৭ সালে নেত্রকোণা আইনজীবী সমিতিতে যোগদান করেন।
একই প্রজ্ঞাপনে জেলা ও দায়রা জজ আদালতে অতিরিক্ত পিপি চারজন এবং সহকারী পিপি হিসেবে ২৭ জন নিয়োগ পান।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আইন কর্মকর্তা নিয়োগ পান এডভোকেট মো. নুরুল কবীর রুবেল। তিনি ২০১০ সালে নেত্রকোণা আইনজীবী সমিতিতে যোগদান করেন।
আরো পড়ুন: পণ্য ছাড়াই এবার রহনপুর ছাড়ল কৃষিপণ্য স্পেশাল ট্রেন
একই প্রজ্ঞাপনে উক্ত আদালতে একজন অতিরিক্ত পিপি নিয়োগ পান।
অপরদিকে জেলা জজ আদালতে সরকারী প্রসিকিউটর (জিপি) হিসেবে নিয়োগ পান সিনিয়র আইনজীবী মাহফুজুল হক। তিনি ১৯৯৩ সালে নেত্রকোণা আইনজীবী সমিতিতে যোগদান করেন।
উক্ত আদালতে একই প্রজ্ঞাপনে একজন অতিরিক্ত জিপি ও আটজন সহকারী জিপি নিয়োগ পান।
নতুন প্রসিকিউসন প্যানেল নিয়োগের বিষয়ে জানতে চাইলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এডভোকেট নুরুল কবীর রুবেল জানান, এই নতুন প্রসিকিউশন প্যানেল আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষে কাজ করবে এবং বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে করা মামলা গুলো দ্রুত নিস্পওি করবে এবং জেলার আইনশৃঙ্খলা রক্ষায় ও সাধারণ জনসাধারণের ন্যায় বিচার প্রাপ্তিতে সহায়তা করবে।