×

মধ্যপ্রাচ্য

গাজার আশপাশে জড়ো হচ্ছে ইসরায়েলি সেনা, ফের যুদ্ধ শুরুর শঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৩ এএম

গাজার আশপাশে জড়ো হচ্ছে ইসরায়েলি সেনা, ফের যুদ্ধ শুরুর শঙ্কা

যুদ্ধ শুরুর পূর্ব পদক্ষেপ হিসেবে রিজার্ভ বাহিনী তলবের পর সীমান্তে বাড়ানো হচ্ছে ইসরায়েলি সেনা। ছবি : সংগৃহীত

   

যুদ্ধ পুনরায় শুরু করার জন্য প্রস্তুত থাকতে ফিলিস্তিনের গাজা উপত্যকার আশেপাশে ইসরায়েল সামরিক বাহিনীর রিজার্ভ সদস্যদের আহ্বান জানিয়েছে ইসরায়েল। আগামী শনিবার নির্ধারিত সময়সীমার মধ্যে আরো ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাস ব্যর্থ হলে গাজায় সম্ভাব্য যুদ্ধ পুনরায় শুরু হওয়ার শঙ্কা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল, ফিলিস্তিনি বাসিন্দাদের পুনর্বাসন এবং একটি আন্তর্জাতিক সমুদ্র সৈকত অবলম্বন নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে আরব বিশ্বে ক্ষোভ বৃদ্ধি পাওয়ায় যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার উদ্বেগ বাড়ছে।

এদিকে, গাজায় আবারো যুদ্ধ শুরুর বিষয়ে হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু। তার হুমকির পর থেকে উপত্যকার আশপাশে সেনা বাড়াতে শুরু করেছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে গাজা সীমান্তে ট্যাংকসহ ভারী সাঁজোয়া যান জড়ো করছে তেল আবিব।

হামাস জানিয়েছে, ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতাকারী মিশর এবং কাতার অচলাবস্থা ভাঙার প্রচেষ্টা জোরদার করেছে এবং ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীর গাজা প্রধান খলিল আল-হাইয়া আলোচনার জন্য কায়রো পৌঁছেছেন।

আরো পড়ুন : এক বছর পর ছেলেকে খুঁজে পেলেন ফিলিস্তিনি বাবা

হামাস চুক্তি অনুযায়ী শনিবার আরো তিনজন জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছিল, কিন্তু ইসরায়েল যুদ্ধবিরতির শর্তাবলী লঙ্ঘন করেছে দাবি করে জিম্মি মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে। এর জেরে এই প্রস্তুতি নেতানিয়াহু বাহিনীর। যুদ্ধ শুরুর পূর্ব পদক্ষেপ হিসেবে রিজার্ভ বাহিনী তলবের পর সীমান্তে বাড়ানো হচ্ছে ইসরায়েলি সেনা।

হামাসের জিম্মি মুক্তি স্থগিতের ঘোষণার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুাঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী শনিবার দুপুর ১২টার মধ্যে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়া না হলে যুদ্ধবিরতি বাতিল করা হবে।

গত মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, আগামী শনিবার দুপুরের মধ্যে আমাদের জিম্মিদের মুক্তির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানকে স্বাগত জানাই। এছাড়া গাজার ভবিষ্যতের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের ঐতিহাসিক পরিকল্পনাকেও আমরা স্বাগত জানাই।

নেতানিয়াহু আরো বলেন, হামাস যদি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে আমাদের জিম্মিদের মুক্তি না দেয় গাজায় তীব্র লড়াই শুরু করবে ইসরায়েল।

এদিকে গাজা দখল এবং সেখানকার ফিলিস্তিনিদের অন্য জায়গায় সরিয়ে নিতে ট্রাম্পের বিশ্বজুড়ে নিন্দা কুড়ানো পরিকল্পনা ভূখণ্ডটির ভঙ্গুর যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলবে এবং আঞ্চলিক অস্থিরতা উসকে দেবে বলে মন্তব্য করেছেন ঊর্ধ্বতন আরব কর্মকর্তারা।

বুধবার আরব লীগের মহাসচিব আবুল গেইত সতর্ক করে বলেছেন, ট্রাম্প যদি তার পরিকল্পনা নিয়ে অগ্রসর হন, তাহলে তিনি ‘শান্তি ও স্থিতিশীলতার ওপর ভয়াবহ প্রভাব ফেলাসহ’ মধ্যপ্রাচ্যকে সংকটের নতুন এক চক্রের দিকে নিয়ে যাবেন।

 সম্ভাব্য সংঘাত এড়াতে চেষ্টা করছে যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী দেশগুলো। এ আলোচনার সঙ্গে যুক্ত এক ফিলিস্তিনি কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, পরিস্থিতির সংঘাতে মোড় নেয়া ঠেকাতে নিজেদের ভূমিকা জোরদার করেছেন মধ্যস্থতাকারীরা।

অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হতে যাওয়া বৈঠকে গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়ন করার বিষয়টি আলোচ্যসূচিতে থাকলে যুক্তরাষ্ট্র সফর করবেন না বলে জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবেদল ফাত্তাহ আল-সিসি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App