×

মধ্যপ্রাচ্য

নেতানিয়াহুর দুর্নীতির বিচার ফের শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৮ পিএম

নেতানিয়াহুর দুর্নীতির বিচার ফের শুরু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

   

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির বিচার দুই সপ্তাহ স্থগিতের পর সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে ফের শুরু হয়েছে। 

বিচার কার্যক্রমের শুরুতে তেলআবিব জেলা আদালতে বিচারকদের উদ্দেশে দেয়া নেতানিয়াহুর বক্তব্য উদ্ধৃত করে চ্যানেল ১২ বলেছে, রাজনৈতিকভাবে দারুণ অনুভব করছি, আমি একটি ঐতিহাসিক সফরে ছিলাম এবং আমি বেশ সন্তুষ্ট। 

তবে স্বাস্থ্যগতভাবে একটি কঠিন এবং ক্লান্তিকর সপ্তাহ ছিল আমার জন্য, আমি এখন অ্যান্টিবায়োটিক গ্রহণ করছি। খবর আনাদোলুর।  

২০২৪ সালের ১০ ডিসেম্বর থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আটবার আদালতে হাজির হন। গত বছরের ডিসেম্বরে তার প্রোস্টেট অপসারণের অস্ত্রোপচারের কারণে তার বিচার স্থগিত করা হয়েছিল।

আরো পড়ুন : এবার হামাসকে যুদ্ধবিরতি চুক্তি বাতিলের হুমকি ট্রাম্পের

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০১৯ সালে তার বিরুদ্ধে দুর্নীতির পৃথক তিনটি মামলা করা হয়। তার বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে।

যদিও নেতানিয়াহু এসব অভিযোগকে অস্বীকার করে এগুলোকে ‘ভুয়া’ বলে অভিহিত করেছেন। তবে তিনিই দেশের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন নেতা যার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে। 

ইসরায়েলি আইন অনুসারে, সুপ্রিম কোর্ট যতক্ষণ না তাকে দোষী সাব্যস্ত করে, ততক্ষণ তাকে পদত্যাগ করতে হবে না। এই বিচারিক প্রক্রিয়ায় বেশ কয়েক মাস সময় লাগতে পারে।

এছাড়া নেতানিয়াহু যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগেরও মুখোমুখি হয়েছেন।  

আন্তর্জাতিক অপরাধ আদালত ২০২৪ সালের নভেম্বরে গাজায় নৃশংসতার জন্য তার এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App