×

মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনি অন্তঃসত্ত্বা নারীকে গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৩ পিএম

ফিলিস্তিনি অন্তঃসত্ত্বা নারীকে গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনীর

ইসরায়েলের গণহত্যার শিকার হয়েছেন ৪৮ হাজার ১৮৯ জন ফিলিস্তিন। ছবি : সংগৃহীত

   

অধিকৃত পশ্চিমতীরে রবিবার (৯ ফেব্রুয়ারি) বাড়ির ভিতরে ঢুকে গুলি করে ২১ বছর বয়সী ফিলিস্তিনি যুবক রাহাফ ফুয়াদ আবদুল্লাহ আল-আশকারকে গুলি করে হত্যা করে বর্বর ইসরায়েলি বাহিনী।

এ সময় বাড়ির প্রবেশদ্বার বন্ধ থাকায় তা বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয়া হয়। পরে বাড়িতে ঢুকে রাহাফ ফুয়াদকে হত্যার পর গুলি করে অন্তঃসত্ত্বা ফিলিস্তিনি নারী সুন্দোস শালাবি এবং তার অনাগত সন্তানকে হত্যা করে বর্বর ইসরায়েলি সেনারা।

ইসরায়েলি অভিযানের সময় ওই নারী এবং তার স্বামী ইসরায়েলি অভিযানের কারণে সৃষ্ট সহিংসতা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। খবর আল-মায়াদিনের।

ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিমতীরের নুর শামস শরণার্থী শিবিরে ওই অভিযান চালিয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে ইসরায়েলি সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ২৩ বছর বয়সী সুন্দোস জামাল মোহাম্মদ শালাবিকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

হামলায় শালবীর স্বামী গুরুতর আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী ওই নারী এবং তার স্বামীর ওপর গুলি চালালে ওই হতাহতের ঘটনা ঘটে।

আরো পড়ুন : নেতানিয়াহুর ওপর চটেছে সৌদি আরব

এদিকে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার শিকার হয়েছেন ৪৮ হাজার ১৮৯ জন ফিলিস্তিন।

দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর গত মাসেই ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এরপর থেকেই সেখানে ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ। আর এতে করে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে পৌনে ৬ শতাধিক লাশ উদ্ধার করেছেন।

তিন-পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব থাকা সত্ত্বেও ইসরায়েল দীর্ঘদিন ধরে অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছিল।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App