×

মধ্যপ্রাচ্য

মধ্য গাজায় জিম্মি মুক্তির মঞ্চ বানাচ্ছে হামাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৬ পিএম

মধ্য গাজায় জিম্মি মুক্তির মঞ্চ বানাচ্ছে হামাস

৩ ইসরায়েলি জিম্মির বিনিময়ে শনিবার ১৮৩ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পাচ্ছে। ছবি : সংগৃহীত

   

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজার মধ্যাঞ্চলে দেইর আল-বালাহ এলাকায় জিম্মি মুক্তির মঞ্চ স্থাপন করছে।

হামাস একেক দিন ভিন্ন ভিন্ন অবস্থান থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিচ্ছে।  শনিবার তিন জিম্মি- ওহাদ বেন অমি (৫৬), এলি শারাবি (৫২) এবং অর লেভিকে (৩৪) মুক্ত করা হবে।

মুক্তির মঞ্চে ফিলিস্তিনি পতাকা এবং একটি দৃঢ় মুষ্টির চিহ্ন রয়েছে এবং প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর ছবির নিচে হিব্রু ভাষায় লেখা 'সম্পূর্ণ বিজয়' লেখা রয়েছে, যিনি শপথ করেছিলেন যে ইসরায়েল 'সম্পূর্ণ বিজয়' অর্জন না করা পর্যন্ত যুদ্ধ শেষ হবে না।

মেশিনগানসহ হামাস যোদ্ধারা মঞ্চের পিছনে এবং মুখোশধারী সশস্ত্র হামাস যোদ্ধারা গোটা এলাকাটি ঘিরে রেখেছেন।

৩ ইসরায়েলি জিম্মির বিনিময়ে শনিবার ১৮৩ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছে ফিলিস্তিন বন্দি বিষয়ক কমিশন। 

বন্দিদের মধ্যে ১৮ জন যাবজ্জীবন এবং ৫৪ জন দীর্ঘমেয়াদী কারাদণ্ড ভোগ করছেন। এছাড়া এদের মধ্যে ১১১ জন ফিলিস্তিনি রয়েছে যাদের ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজা থেকে আটক করা হয়। তাদের সবাই পুরুষ। বয়স ২০ থেকে ৬১ বছর।

হামাসের পক্ষ থেকে আজ মুক্তি পেতে যাওয়া এই তিনজনের নামের তালিকা পাওয়ার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর। 

আরো পড়ুন : আজ ৩ জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস

বলা হয়েছে, এই তিনজনের পরিবারকে তাদের স্বজনদের মুক্তির কথা জানানো হয়েছে। এর আগে শুক্রবার জিম্মি ও নিখোঁজ থাকা ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত ফোরামের পক্ষ থেকেও তাদের তিনজনের মুক্তির খবরকে স্বাগত জানানো হয়েছে।

গত ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর পর থেকে এখন পর্যন্ত ১৮ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েলের পক্ষ থেকেও ৩৮৩ জন ফিলিস্তিনি বন্দি মুক্ত করা হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায় হামাস। জিম্মি করে গাজায় আনা হয় ২৫১ জনকে। নিহত হন ১ হাজার ২০০ মানুষ। ওই দিনই গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। শুরু হয় যুদ্ধ।

যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের জন্য নির্ধারিত ৩ সপ্তাহের সময়সীমায় হামাসের পক্ষ থেকে আরো ৩৩ জন জিম্মি এবং ইসরায়েলের পক্ষ থেকে ১ হাজার ৯০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়ার কথা রয়েছে। যদিও ইসরায়েল বলছে, ওই ৩৩ জিম্মির মধ্যে ৮ জন মারা গেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App