গাজা থেকে আরো ২০ ফিলিস্তিনির লাশ উদ্ধার

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৯ পিএম

আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১১ হাজারের বেশি। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধ্বংসস্তূপ থেকে আরো ২০ ফিলিস্তিনির লাশ পাওয়া গেছে। উত্তর গাজার একটি পরিত্যক্ত জমি থেকে তাদের মরদেহ উদ্ধার করে সিভিল ডিফেন্স উদ্ধারকারী দল।
গত রবিবার (২ ফেব্রুয়ারি) উত্তর গাজার শেখ জায়েদ শহরে একটি ধ্বংসপ্রাপ্ত স্কুলের কাছে একটি খালি জমিতে বালির স্তূপ থেকে মৃতদেহ উদ্ধার অভিযান প্রত্যক্ষ করেছেন। খবর আনাদোলুর।
উদ্ধার অভিযানে সংশ্লিষ্ট এক উদ্ধারকর্মী বলেন, দক্ষিণ গাজা উপত্যকা থেকে ফিরে আসা বাস্তুচ্যুতদের জন্য একটি পরিত্যক্ত সমতল জমিতে আশ্রয় শিবির তৈরি করার সময় এসব মরদেহ উদ্ধার হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক উদ্ধারকারী বলেন, এই মৃতদেহগুলো ফিলিস্তিনিদের, যাদের ইসরায়েলি সেনাবাহিনী হত্যা করে এখানে মাটিচাপা দিয়ে ছিল।
তিনি আরো বলেন, মৃতদেহগুলো উদ্ধারের পর থেকে অনেক সময় অতিবাহিত হলেও এখনো সেগুলো শনাক্ত করা যায়নি।
গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে, ধ্বংসপ্রাপ্ত বাড়িঘরের ধ্বংসস্তূপ এবং গাজা উপত্যকার রাস্তা থেকে শতশত ফিলিস্তিনির মরদেহ উদ্ধার হচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে উদ্ধারকারী দল ৪৮৮টি মৃতদেহ উদ্ধার করেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে দীর্ঘ ১৫ মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে ৪৭ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আর দীর্ঘ এ সময়ে আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১১ হাজারের বেশি।
আন্তর্জাতিক অপরাধ আদালত গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।