×

মধ্যপ্রাচ্য

ইউক্রেনে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইসরায়েল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৪ এএম

ইউক্রেনে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইসরায়েল

রাশিয়া এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে কোনো আলোচনা কিংবা মন্তব্য করেনি। ছবি : সংগৃহীত

   

ইসরায়েল পোল্যান্ডের মাধ্যমে ইউক্রেনের কাছে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ৯০টি ইন্টারসেপ্টর পাঠিয়েছে।

মার্কিন গণমাধ্যম এক্সিয়স এই খবর দিয়েছে। এক্সিয়স বলছে, পোল্যান্ড থেকে এসব ইন্টারসেপ্টর ইউক্রেনে পাঠানো হবে। 

২০২৪ সালের এপ্রিল মাসে ইসরায়েলি বাহিনী আমেরিকার সরবরাহ করা প্যাট্রিয়ট বাদ দেয়ার পর কিয়েভ সেসব ক্ষেপণাস্ত্র চেয়েছিল। 

মস্কো সেসময় ইরৈায়েলকে সম্ভাব্য পরিণতি সম্পর্কে সতর্ক করেছিল এবং ক্ষেপণাস্ত্র সরবরাহের কাজটি তখন কোনোভাবেই কার্যকর হয়নি বলে মনে হয়েছিল।

আরো পড়ুন : সামরিক প্রধান দেইফের মৃত্যুর কথা স্বীকার করল হামাস

তবে, সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন বিমান বাহিনীর বেশ কয়েকটি সি-১৭ পরিবহন বিমান দক্ষিণ ইসরায়েলের একটি বিমানঘাঁটি থেকে পোল্যান্ডের রেজেজোত শহরে ক্ষেপণাস্ত্র পরিবহন করেছে।

ইউক্রেনকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহের জন্য পোল্যান্ড ন্যাটোর লজিস্টিক হাব হিসেবে ব্যবহৃত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে এক্সিওস বলেছে, পশ্চিম জেরুজালেম মস্কোকে এই পদক্ষেপের কথা জানিয়েছে এবং বলেছে, তারা ইউক্রেনে অস্ত্র সরবরাহের পরিবর্তে কেবলমাত্র পেট্রিয়ট সিস্টেমটি আমেরিকাকে ফিরিয়ে দিচ্ছে। 

এই কর্মকর্তা দাবি করেন, এটি দুই বছর আগে ইসরায়েলের জরুরি স্টোরেজ থেকে ইউক্রেনে মার্কিন আর্টিলারি শেল স্থানান্তরের মতোই ছিল।

পেন্টাগন এবং ইউরোপে মার্কিন কমান্ড উভয়ই এক্সিয়সকে এই প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। রাশিয়া এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে কোনো আলোচনা কিংবা মন্তব্য করেনি।

এক্সিয়সের মতে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামির নেতানিয়াহু কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ফোন ধরতে অস্বীকৃতি জানান। 

সেপ্টেম্বরের শেষের দিকে পরিস্থিতি বদলে যায় যখন নেতানিয়াহু কিয়েভের দক্ষিণে অবস্থিত উমান শহরে হাসিদিক তীর্থযাত্রীদের পরিদর্শনের জন্য জেলেনস্কির অনুমতি চান।

শহরটিতে ব্রাতস্লাভ আন্দোলনের প্রতিষ্ঠাতা রেব নাচম্যানের সমাধি রয়েছে। নেতানিয়াহু পেট্রিয়টের চালান না পাঠানো পর্যন্ত জেলেনস্কি তা প্রত্যাখ্যান করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App