সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন আহমেদ আল-শারা

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১২:০৫ পিএম

ডি ফ্যাক্টো (কার্যত) লিডার আহমেদ আল-শারা। ছবি : সংগৃহীত
সংবিধান স্থগিত করে সিরিয়ার ডি ফ্যাক্টো (কার্যত) লিডার আহমেদ আল-শারাকে দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে অন্তর্বর্তী সময়ের জন্য একটি অস্থায়ী আইন পরিষদ গঠনেরও ক্ষমতা দেয়া হয়েছে তাকে। সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সিরিয়ার নতুন ডি ফ্যাক্টো (কার্যত) সরকারের সামরিক অপারেশন বিভাগের মুখপাত্র হাসান আবদেল ঘানি জানিয়েছেন, শারাকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট নিয়োগ দেয়া হয়েছে। সিরিয়ায় সংবিধান নিয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি একটি অস্থায়ী আইন পরিষদের দায়িত্বে থাকবেন। তবে কতদিন তিনি প্রেসিডেন্ট থাকবেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।
আরো পড়ুন : সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর
এ সময় আবদেল ঘানি দেশের সব সশস্ত্র গোষ্ঠী ভেঙে দেয়ারও ঘোষণা দিয়েছেন। তিনি জানান, সব সামরিক গোষ্ঠী ভেঙে দেয়া হয়েছে। তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাবেক শাসনামলের সেনাবাহিনী, নিরাপত্তা সংস্থা ও বাথ পার্টি ভেঙে দেয়া হয়েছে।
গত ৮ ডিসেম্বর শারার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে একটি বিদ্রোহী জোট আসাদকে ক্ষমতাচ্যুত করে। এতে তার পরিবারের পাঁচ দশকের শাসনের অবসান ঘটে।