রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাতে

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৫:১৬ পিএম

ছবি : সংগৃহীত
পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র ৭ সপ্তাহ বাকি। আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী এবং আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আগামী ১ মার্চ থেকে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তার এই পূর্বাভাস গালফ নিউজের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে রমজান মাসের সূচনা ঘোষণা করে। আরবি ক্যালেন্ডারের নবম মাস হলো রমজান, যা মুসলিমদের জন্য অত্যন্ত পবিত্র। এ মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করা হয়। পাশাপাশি ইবাদত, দান-সদকা এবং আত্মশুদ্ধির মাধ্যমে মাসটি কাটানো হয়।
যদি রমজান মাস ২৯ দিনে শেষ হয়, তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল ফিতর আগামী ৩০ মার্চ পালিত হতে পারে। আর যদি মাসটি ৩০ দিনের হয়, তবে ৩১ মার্চ হবে ঈদ।