সোলাইমানি হত্যা নিয়ে আইআরজিসির ডেপুটি কমান্ডার
'সন্ত্রাসবাদের অসাধারণ সেবা করেছেন ট্রাম্প'

কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৬:২০ পিএম

ছবি : সংগৃহীত
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের কুদস ফোর্সের ডেপুটি কমান্ডার জেনারেল ইরাজ মাসজেদি বলেছেন, প্রয়াত কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসবাদের অসাধারণ সেবা করেছেন।
বুধবার (১ জানুয়ারি) তেহরানে জেনারেল সোলাইমানির পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মাসজেদি বক্তৃতাকালে সোলাইমানিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের বৈশ্বিক প্রতীক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, "২০২০ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন ইরাকে জেনারেল সোলাইমানিকে হত্যার সামরিক আদেশ দিয়ে বিশ্বের সন্ত্রাসবাদকে বড় ধরনের সুবিধা দিয়েছেন।"
তিনি আরো বলেন, জেনারেল সোলাইমানির হত্যার আদেশ দেওয়ার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের স্বীকারোক্তি আন্তর্জাতিক, আইনগত, নৈতিক এবং মানবাধিকারের সব নীতির বিরোধী।
প্রয়াত জেনারেলকে শ্রদ্ধা জানিয়ে মাসজেদি বলেন, "জেনারেল সোলাইমানি দায়েশের (আইএসআইএল/আইএসআইএস) বিরুদ্ধে লড়াই করে ইরাক ও সিরিয়ার নিরীহ মানুষের রক্ষাকর্তা হিসেবে পরিচিত।"
প্রসঙ্গত, ২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এক ড্রোন হামলায় নিহত হন আইআরজিসি কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল সোলাইমানি। ওই হামলায় তার ঘনিষ্ঠ সহযোগী ও পপুলার মোবিলাইজেশন ইউনিটের ডেপুটি প্রধান আবু মাহদি আল-মুহান্দিসও নিহত হন।
উল্লেখ্য, সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বিশেষত দায়েশ নির্মূলে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য জেনারেল সোলাইমানি ও আবু মাহদি আল-মুহান্দিস ওই অঞ্চলে বিশেষভাবে জনপ্রিয় ছিলেন।