×

মধ্যপ্রাচ্য

হুথির নববর্ষ শুরু মার্কিন ড্রোন ভূপাতিত করে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৫:৫২ পিএম

হুথির নববর্ষ শুরু মার্কিন ড্রোন ভূপাতিত করে

ছবি : সংগৃহীত

   

ইংরেজি নববর্ষের প্রথম দিনই ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মার্কিন এমকিউ-৯ রিপার মডেলের একটি অত্যাধুনিক এবং ব্যয়বহুল ড্রোন ভূপাতিত করেছে। এ নিয়ে হুথি যোদ্ধারা মোট ১৪টি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করল। গত ৭২ ঘণ্টায় এই ধরনের দুটি ড্রোন ধ্বংসের দাবি করেছে তারা। খবরটি জানিয়েছে আল-মায়াদিন।

ইয়েমেনের হুথি সমর্থিত সশস্ত্রবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, গাজার সমর্থনে ইয়েমেনিদের শুরু করা পবিত্র জিহাদের অংশ হিসেবে এই ড্রোনটি ধ্বংস করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) ইয়েমেনের মারিব প্রদেশের আকাশসীমায় গোয়েন্দা নজরদারি চালানোর সময় হুথি যোদ্ধারা ক্ষেপণাস্ত্র ছুড়ে ড্রোনটি গুলি করে নামায়।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল বিরোধিতা অব্যাহত

ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্র হুথি যোদ্ধাদের লক্ষ্য করে ড্রোন, বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। পাল্টা জবাবে হুথিরাও মার্কিন রণতরী এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই হামলা-পাল্টাহামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। হুথি যোদ্ধারা যুক্তরাষ্ট্রের হামলা প্রতিহত করতে সর্বশক্তি নিয়োগ করেছে।

গত শনিবার রাতে হুথি বিদ্রোহীদের সমর্থিত সামরিক বাহিনী আরেকটি এমকিউ-৯ রিপার ড্রোন সফলভাবে ভূপাতিত করে। ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণ-পূর্বাঞ্চলে উড়ন্ত অবস্থায় ড্রোনটি গুলি করে নামানো হয়। 

মার্কিন সাময়িকী নিউজ উইক জানিয়েছে, সামরিক অপারেশনের জন্য ব্যবহৃত এই ড্রোনটি বিধ্বস্ত করার বিষয়টি নিশ্চিত করেছে হুথি মুখপাত্র।

ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ইয়েমেনের সামরিক বাহিনী ১৪টি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করল। তিন কোটি ডলার মূল্যের এই ড্রোন পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় একটানা ২৪ ঘণ্টা উড়তে পারে। কয়েক বছর ধরে মার্কিন সামরিক বাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) ইয়েমেনের ওপর এই ড্রোন পরিচালনা করে আসছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App