×

মধ্যপ্রাচ্য

নেতানিয়াহুর অস্ত্রোপচার, আবারো যেতে হবে ছুরি-কাঁচির নিচে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৬ পিএম

নেতানিয়াহুর অস্ত্রোপচার, আবারো যেতে হবে ছুরি-কাঁচির নিচে

ছবি : সংগৃহীত

   

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গুরুতর স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হয়েছেন। গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) জেরুজালেমের হাদাসাহ হাসপাতালে পরীক্ষার পর জানা গেছে, তার প্রোস্টেট বড় হয়ে গেছে, যার ফলে তিনি মুত্রনালীর সংক্রমণে ভুগছেন। চিকিৎসকরা জানিয়েছেন, এই সংক্রমণ থেকে মুক্তি পেতে তাকে রবিবার (২৯ ডিসেম্বর) প্রোস্টেট অপসারণের অস্ত্রোপচার করাতে হবে।  

৭৫ বছর বয়সি নেতানিয়াহুর শারীরিক অবস্থা সাম্প্রতিক সময়ে একাধিকবার অবনতির দিকে গিয়েছে। গত মার্চে তার হার্নিয়ার অস্ত্রোপচার করা হয়েছিল, যা তাকে সরকারি দায়িত্ব থেকে কয়েকদিনের জন্য বিরত রেখেছিল। এরও আগে, গত বছর তার হৃদপিণ্ডে ব্লক ধরা পড়ায় তার শরীরে পেসমেকার বসানো হয়। এ ঘটনার পর থেকেই তার স্বাস্থ্য নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ বাড়তে থাকে।  

চিকিৎসকরা জানাচ্ছেন, তার পেসমেকার সঠিকভাবে কাজ করছে এবং হৃদপিণ্ডে আর কোনো সমস্যা ধরা পড়েনি। তবে বারবার হাসপাতালে ভর্তি হতে হওয়ায় নেতানিয়াহুর শারীরিক সক্ষমতা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।  

এদিকে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের মধ্যে এই স্বাস্থ্য সমস্যা নেতানিয়াহুর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। গত ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের যুদ্ধ শুরু হয়, যা ১৫ মাস ধরে অব্যাহত। যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক মহল এবং হামাসের হাতে আটক জিম্মিদের পরিবারের সদস্যরা বারবার আহ্বান জানালেও নেতানিয়াহু এখনো সে পথে এগোননি।  

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিলে তার জোট সরকার ভেঙে যেতে পারে এবং এর ফলে তিনি প্রধানমন্ত্রীর পদ হারাতে পারেন। এই রাজনৈতিক বাস্তবতার কারণেই নেতানিয়াহু কঠোর অবস্থানে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।  


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App