×

মধ্যপ্রাচ্য

তালেবানের হুঁশিয়ারি: পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধের অঙ্গীকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৩ পিএম

তালেবানের হুঁশিয়ারি: পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধের অঙ্গীকার

ছবি : সংগৃহীত

   

আফগানিস্তানের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় প্রাণ হারিয়েছে ৪৬ জন। এই হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।

পাকতিকা প্রদেশে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে পাকিস্তানের চালানো হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। বুধবার (২৫ ডিসেম্বর) তালেবান সরকারের মুখপাত্রের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি ও আফগান সংবাদমাধ্যম খামা প্রেস এই খবর জানিয়েছে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, মঙ্গলবার গভীর রাতে দেশের পূর্ব পাকতিকা প্রদেশের বারমাল জেলার চারটি এলাকায় পাকিস্তান বোমাবর্ষণ করেছে। তিনি জানান, মোট মৃতের সংখ্যা ৪৬ জন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত ছয়জনের বেশিরভাগই শিশু।

এক বিবৃতিতে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার নিন্দা জানিয়ে এটিকে 'বর্বর' ও 'স্পষ্ট আগ্রাসন' বলে অভিহিত করেছে। তালেবান কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামী আমিরাত এই কাপুরুষোচিত কাজের উচিত জবাব না দিয়ে ছেড়ে দেবে না। দেশের অঞ্চল ও সার্বভৌমত্বের প্রতিরক্ষা আফগানিস্তানের অবিচ্ছেদ্য অধিকার।

খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, পাকতিকা প্রদেশের বারমাল জেলার লামানসহ সাতটি গ্রামে পাকিস্তানের বিমান হামলা হয়েছে। এতে একটি পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সূত্রগুলো দাবি করেছে, পাকিস্তানের যুদ্ধবিমান এই বোমা হামলার জন্য দায়ী।

প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে, বিমান হামলায় বারমালের মুর্গ বাজার গ্রামটি ধ্বংস হয়ে গেছে। এছাড়া বেসামরিক মানুষ গুরুতরভাবে হতাহত হয়েছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে, যা এই অঞ্চলের উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলেছে।

আফগান ভূখণ্ডে পাকিস্তানের এই হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে। বিশেষ করে আফগানিস্তানের মাটিতে পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত জঙ্গিদের উপস্থিতি নিয়ে উভয় দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App