এবার হুথিদের ‘ধ্বংস’ করার নির্দেশ নেতানিয়াহুর

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৩১ এএম

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সব অবকাঠামো ধ্বংস করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার (২৩ ডিসেম্বর) ইসরায়েলের সেনাবাহিনীর সদস্যদের এ নির্দেশ দেন ইসরায়েলের এ যুদ্ধবাজ প্রধানমন্ত্রী। খবর আরব নিউজের।
ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা গত সপ্তাহে ইসরায়েলের রাজধানী তেলআবিরে গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যালিষ্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। এর জবাব দিতেই তিনি এ নির্দেশ দিয়েছেন।
ইসরায়েলি পার্লামেন্টে নেতানিয়াহু বলেন, আমি আমাদের বাহিনীকে হুথিদের অবকাঠামো ধ্বংস করার নির্দেশ দিয়েছি, কারণ যে কেউ আমাদের ক্ষতি করার চেষ্টা করলে তাকে পুরো শক্তি দিয়ে আঘাত করা হবে। সময় লাগলেও শক্তি ও বুদ্ধিমত্তা দিয়ে 'অশুভ' শক্তিকে দমন করতে থাকবো আমরা।
নেতানিয়াহু বলেন, গাজায় হামাসের সঙ্গে চলমান জিম্মি মুক্তির আলোচনায় অগ্রগতি হয়েছে তবে ফলাফল আসতে কতটা সময় লাগবে তা তিনি জানেন না। তবে, এ যুদ্ধে ইসরায়েল বিভিন্ন ফ্রন্টে সামরিকভাবে বিজয় লাভ করেছে এবং হামাসের ওপর সামরিক চাপ অব্যাহত রেখেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েল একটি আঞ্চলিক শক্তি হিসাবে তার অবস্থানকে দৃঢ় করেছে। একইসঙ্গে ইসরায়েলের মার্কিন মিত্রদের সঙ্গে আব্রাহাম চুক্তি সম্প্রসারণের পরিকল্পনা করেছে।
আরো পড়ুন : হামাস নেতা হানিয়েকে হত্যার কথা স্বীকার করলো ইসরায়েল
তিনি বলেন, গাজার যুদ্ধ আরব দেশগুলোর সঙ্গে নতুন শান্তি চুক্তি সই এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতির নাটকীয়ভাবে পরিবর্তন করার সুযোগ করে দিয়েছে। মধ্যপন্থী আরব দেশগুলো ইসরায়েলকে একটি আঞ্চলিক শক্তি এবং সম্ভাব্য মিত্র হিসেবে দেখে। আমি এই সুযোগটি পুরোপুরি কাজে লাগাতে চাই।
আমাদের মার্কিন বন্ধুদের সঙ্গে একত্রে আব্রাহাম চুক্তি সম্প্রসারিত করার পরিকল্পনা করছি। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের চেহারা আরো নাটকীয়ভাবে পরিবর্তন হবে বলে সংসদে বলেন ইরায়েলের প্রধানমন্ত্রী।
তিনি আরো বলেন, প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ইসরায়েল এবং কিছু আরব রাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির কথা হয়েছিল। ইসরায়েলের অর্থনীতি শক্তিশালী এবং বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহিত করেছে বলেও জানান তিনি।