গাজায় স্কুল-হাসপাতাল-সেফ জোনে ইসরায়েলি হামলায় নিহত ৫০

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৩ এএম

যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলের ৯৬ শতাংশ নারী ও শিশু তাদের মৌলিক পুষ্টির চাহিদা মেটাতে অক্ষম। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বরতায় গত ২৪ ঘণ্টায় আরো অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছেন। দখলদার ইসরায়েল বাহিনী গাজার হাসপাতাল-স্কুল ও সেফ জোনে এসব হামলা চালায়। এ নিয়ে ১৪ মাসেরও বেশি সময় ধরে চালানো ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৪৫ হাজার ২৫৯ জনে দাঁড়িয়েছে। গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরো লক্ষাধিক ফিলিস্তিনি।
সোমবার (২২ ডিসেম্বর) গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। উদ্ধারকারীরা যেতে না পারায় এখনো বহু মানুষ হামলায় ধ্বংস হওয়া ভবনের নিচে চাপা পড়েছেন। তাদের অনেকে মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
আরো পড়ুন : সিরিয়ার উত্তরণে তুরস্কের সহায়তা অব্যাহত থাকবে : এরদোয়ান
ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার আল-মাওয়াসির তথাকথিত ‘নিরাপদ অঞ্চলে’ বোমাবর্ষণ করেছে। এতে তাবুতে আগুন লেগে অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রধান ইসরায়েলের এই হামলার নিন্দা করেছে। স্কুল ও হাসপাতালে হামলা এখন ‘সাধারণ’ বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করা হয়েছে। গাজার শিশুরা ‘ঠান্ডা, অসুস্থ এবং আঘাতপ্রাপ্ত’। ইউনিসেফ সতর্ক করেছে, যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলের ৯৬ শতাংশ নারী ও শিশু শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাদের মৌলিক পুষ্টির চাহিদা মেটাতে অক্ষম।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি ২৩ লাখ বাসিন্দার এই উপত্যকার মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থীশিবিরও।
ইসরায়েলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ইসরায়েলি নির্বিচার হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের তথ্য মতে, ইসরায়েলের আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজাবাসী চরম মানবেতর জীবনযাপন করছে।
দখলদার দেশটির নিরলস হামলা এখন পর্যন্ত ৪৫ হাজার ২৫৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ সাত হাজার ৬২৭ জন।