এরদোগান
সিরিয়াকে সন্ত্রাসবাদের কেন্দ্রস্থলে পরিণত হওয়া থেকে বিরত রাখার আহ্বান

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৩:১০ পিএম

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ছবি : সংগৃহীত
সিরিয়াকে কোনোভাবেই সন্ত্রাসবাদের কেন্দ্রস্থলে পরিণত করা উচিত নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, তুরস্কে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এবং রাশিয়ায় নিষিদ্ধ ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীর (আইএস) বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। খবর তাসের।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমাদের দেশটিকে সন্ত্রাসবাদের কেন্দ্রস্থলে পরিণত হওয়া থেকে রোধ করতে হবে। আইএস ও পিকেকে এবং এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। এ বিষয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লেয়েনের আলোচনা করেছেন এরদোগান।
এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।
এরদোগান বলেন, তুরস্কই একমাত্র দেশ এবং মিত্র যেটি এই দুটি সন্ত্রাসী সংগঠনকে পরাজিত করেছে। আমরা অবশ্যই এই সংগঠনগুলোকে আবার সংঘটিত হতে দেব না। এদের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।
আরো পড়ুন : হিজবুল্লাহ নয়, নিশ্চিহ্ন হবে ইসরায়েল: খামেনি
তুর্কি নেতা বলেন, যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার জনগণ এখনোই ভারী বোঝা বহন করতে সক্ষম হবে না। দেশটিকে পুনর্গঠন এবং একটি জাতীয় নিরাপত্তা জোরদার করতে হবে। সিরিয়ার প্রতিবেশী, বন্ধু এবং ভ্রাতৃপ্রতিম দেশগুলোর দ্রুতই ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক সংস্থাগুলো সমর্থন নিয়ে এ বিষয়ে পদক্ষেপ নেয়া উচিত।
তিনি বলেন, আমি আজ এটি খুব স্পষ্ট করে বলছি। দুর্ভাগ্যবশত, আন্তর্জাতিক সম্প্রদায় সিরিয়ার জনগণকে যথেষ্ট সহায়তা প্রদান করেনি, যখন তারা গত ১৩ বছর ধরে সহিংসতায় ভুগছিলেন। এখন এই অভাব পূরণ করার সুযোগ এসেছে বলে মনে করেন এরদোগান।
তার মতে, সিরিয়ার পুনর্গঠনে ব্যাপক সমর্থনের প্রয়োজন হবে। তুরস্ক ইতোমধ্যে দামেস্কতে দূতাবাস পুনরায় চালু করেছে বলে জানিয়েছেন তিনি। সিরিয়ান জনগণের প্রতি আঙ্কারা সমর্থন অব্যাহত রাখবে বলে জানান এরদোগান।