সিরিয়ার কৌশলগত পাহাড়ের চূড়া দখলে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩ এএম

মাউন্ট হারমনের ওপর নিয়ন্ত্রণ নিরাপত্তাগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। ছবি: সংগৃহীত
সিরিয়ার জাবাল আশ-শেইখ তথা মাউন্ট হারমন পাহাড়ের কৌশলগত চূড়া দখলে রাখতে সেনাবাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। বাশার আল আসাদ সরকারের পতনের সুযোগকে কাজে লাগিয়ে ৫১ বছর পর এই চূড়ার দখল নেয় ইসরায়েলি সেনাবাহিনী। এই দখলকে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন প্রতিরক্ষামন্ত্রী কাটজ।
শুক্রবার (১২ ডিসেম্বর) সেনাবাহিনীকে ওই চূড়ায় অবস্থানের দিক-নির্দেশনা দিতে গিয়ে ইসরায়েল কাটজ একথা বলেন। এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল ও জিউশ নিউজ সিন্ডিকেট।
এক বিবৃতিতে তিনি বলেন, নেতানিয়াহু এবং আমি গোলান হাইটস পরিদর্শন করেছি এবং সিরিয়ার হারমন পর্বতের চূড়াগুলো দেখেছি, যে চূড়াগুলো ৫১ বছর পর আমাদের নিয়ন্ত্রণে ফিরে এসেছে।
আরো পড়ুন : দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দরের কার্যক্রম শুরু
তিনি বলেন, আমি ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছি পুরো শীতকালজুড়ে হারমন পর্বতের চূড়ায় অবস্থান করার জন্য জন্য প্রস্তুতি নিতে। সিরিয়ায় যেসব ঘটনা ঘটছে তার মধ্যে, মাউন্ট হারমনের ওপর আমাদের নিয়ন্ত্রণ নিরাপত্তাগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ এর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি, সামরিক গোয়েন্দা অধিদপ্তর মেজর জেনারেল শ্লোমি বাইন্ডার এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল (অব.) ইয়াল জমিরের সঙ্গে অনুষ্ঠিত একটি বৈঠকে মূল্যায়নের পরে বিবৃতিটি দেয়া হয়েছে।
সিরিয়ার গোয়েন্দা সূত্রগুলো বলছে, চুক্তি লঙ্ঘন করে দেশটির দক্ষিণাঞ্চলে গোলান মালভূমির আরো ভেতরে অনুপ্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের সুযোগে ইসরায়েলি সেনারা সিরিয়ার বিরুদ্ধে যে নজিরবিহীন আগ্রাসন শুরু করেছে তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দেশটির কুনেইত্রা প্রদেশের আল-হুররিয়্যা শহরে প্রবেশ করেছে।