×

মধ্যপ্রাচ্য

সিরিয়ায় ৬১ বছরের বাথ শাসনের পতন, যেভাবে দামেস্কের নিয়ন্ত্রণ হারাল আসাদ সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৪১ পিএম

সিরিয়ায় ৬১ বছরের বাথ শাসনের পতন, যেভাবে দামেস্কের নিয়ন্ত্রণ হারাল আসাদ সরকার

ছবি : সংগৃহীত

   

সিরিয়ায় ৬১ বছর ধরে ক্ষমতায় থাকা আরব সমাজতান্ত্রিক বাথ পার্টির শাসনের নাটকীয় পতন ঘটেছে। রবিবার (৮ ডিসেম্বর) বিদ্রোহী গোষ্ঠীর হাতে দামেস্কের নিয়ন্ত্রণ চলে যাওয়ার মধ্য দিয়ে এই শাসনের সমাপ্তি ঘটেছে।

১৯৬৩ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সিরিয়ায় বাথ পার্টি ক্ষমতায় আসে। ১৯৭০ সালে হাফেজ আল-আসাদ অভ্যন্তরীণ এক দলীয় অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা নেন এবং ১৯৭১ সালে তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তার মৃত্যুর পর ২০০০ সালে তার ছেলে বাশার আল-আসাদ ক্ষমতায় আসেন এবং শাসন চালিয়ে যান।

যুদ্ধ ও পতনের পটভূমি

২০১১ সালে সিরিয়ায় গণতন্ত্র ও স্বাধীনতার দাবিতে শুরু হওয়া আন্দোলন সরকারবিরোধী সহিংসতায় পরিণত হয়, যা শেষ পর্যন্ত গৃহযুদ্ধে রূপ নেয়। বাথ পার্টি সরকার আন্দোলন দমন করতে ব্যাপক সহিংসতা ও দমনমূলক নীতির পথ নেয়, যার ফলে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে এবং সিরিয়ায় মানবিক সংকট চরমে পৌঁছায়। 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিরোধী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের কারণে শাসকগোষ্ঠী আলেপ্পো, ইদলিব, হামা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ হারায়। ২৭ নভেম্বর থেকে সংঘর্ষ শুরু হলে বিদ্রোহীরা দ্রুত দামেস্কের দিকে এগিয়ে যেতে থাকে। শনিবার তারা রাজধানীর দক্ষিণ অংশে প্রবেশ করে এবং রবিবার সকালে সরকারি বাহিনী দামেস্কের ওপর থেকে পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

বাশার আল-আসাদের বিমান দুর্ঘটনার গুঞ্জন

রোববার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে নিয়ে বিমান দুর্ঘটনার গুঞ্জন ছড়িয়ে পড়ে। পশ্চিমা সংবাদমাধ্যম জানায়, দামেস্ক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর একটি বিমান রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। সিরিয়ার দুটি সূত্র জানায়, বিমানটি আকস্মিকভাবে মোড় নেয়, যার কারণ এখনও স্পষ্ট নয়। তবে বিমানে কে ছিলেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

প্রধানমন্ত্রীর বার্তা

বাশার আল-আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় বলেন, আমরা জনগণের নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত এবং সব ধরনের সহায়তা দেবো। তিনি জনগণকে সরকারি সম্পত্তি রক্ষা করতে আহ্বান জানান এবং বলেন, সিরিয়ার সম্পদ সব সিরিয়দের। এ দেশ আবারও স্বাভাবিক হবে এবং বিশ্বের সঙ্গে ভালো সম্পর্ক গড়বে।

বিদ্রোহী নেতা আবু মুহাম্মদ আল-জুলানি

এদিকে বিদ্রোহী সংগঠন হায়াত তাহরির আল-শামের নেতা আবু মুহাম্মদ আল-জুলানিও দামেস্কের সরকারি প্রতিষ্ঠানগুলোর সুরক্ষিত রাখার জন্য সতর্কবার্তা দেন। 

তিনি বলেন, এই প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালির তত্ত্বাবধানে থাকবে, যতক্ষণ না আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হয়। তিনি আরো বলেন, জনগণকে অনুরোধ করা হচ্ছে, যেন সরকারি ভবন বা স্থাপনায় আক্রমণ না করা হয়। বিজয় উদযাপনের জন্য অস্ত্র ব্যবহারও নিষিদ্ধ।

উন্নয়নের ধারাবাহিকতা

গত ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া সংঘর্ষের ফলে আলেপ্পো, ইদলিব এবং হামা প্রদেশসহ গুরুত্বপূর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ বিদ্রোহী গোষ্ঠীগুলোর হাতে চলে যায়। ৬ ডিসেম্বর, শুক্রবার দারা প্রদেশও দখল করে নেয় বিদ্রোহীরা। এর পর শনিবার সুইদা এবং কুনেইত্রার মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর নিয়ন্ত্রণও বিরোধী গোষ্ঠী গ্রহণ করে। রোববার সকালে দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দর, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেনারা সরে যায়।

বাথ শাসনের পতনের প্রভাব

বাশার আল-আসাদ সরকারের পতনের মাধ্যমে শুধু ৬১ বছরের বাথ পার্টির শাসনেরই অবসান ঘটেছে, তা নয়, আসাদ পরিবারের ৫৩ বছরের একচ্ছত্র ক্ষমতারও সমাপ্তি হয়েছে। বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে এখন পুরো সিরিয়া এক নতুন ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App