তেল আবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইয়েমেনের হামলা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১০:২৫ এএম

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। ছবি : সংগৃহীত
ইসরায়েলের রাজধানী তেল আবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেন। এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল-অধিকৃত অঞ্চলে আঘাত করেছে। এতে চার ইহুদিবাদী আহত হয়েছে বলে জানা গেছে।
নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতিরোধের সমর্থনে এবং গাজায় ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। রবিবার (১ ডিসেম্বর) ইয়েমেনের আল-মাসিরাহ টিভি এ তথ্য জানিয়েছে।
জেনারেল সারি জানান, ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে তাদের সামরিক অভিযান জোরদার করবে যদি না গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হয় এবং অবরোধ তুলে নেয়া না হয়।
তিনি জানান, গাজা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থন করা ইয়েমেনের ধর্মীয়, নৈতিক এবং মানবিক কর্তব্য।
আরো পড়ুন : সিরিয়ায় বিদ্রোহীদের ওপর রুশ বিমান হামলা, বহু হতাহত