×

মধ্যপ্রাচ্য

ইরানকে পরমাণু অস্ত্র অর্জনে বাধা দিতে সবকিছু করব: নেতানিয়াহু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০৬:১৭ পিএম

ইরানকে পরমাণু অস্ত্র অর্জনে বাধা দিতে সবকিছু করব: নেতানিয়াহু

ছবি : ইন্টারনেট

   

পশ্চিমা দেশগুলো ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করলে তেহরান তার পরমাণু কর্মসূচিতে আরোপিত সীমাবদ্ধতা তুলে নেবে বলে সতর্ক করেছেন ইরানের একজন শীর্ষ কূটনীতিক। এর পরিপ্রেক্ষিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হওয়া থেকে ঠেকাতে তিনি সবকিছু করবেন।  

বৃহস্পতিবার ইসরাইলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ফোরটিনকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে আমি সম্ভাব্য সব উপায় ব্যবহার করব।  

ইরান ও ইউরোপের বিভিন্ন দেশের সরকারগুলোর মধ্যে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হওয়ার আগে এই মন্তব্য করেন তিনি।  

ইসরাইল দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে একমাত্র পরমাণু অস্ত্রধারী দেশ হলেও এ বিষয়ে কখনো প্রকাশ্যে স্বীকার করেনি। একইসঙ্গে প্রতিদ্বন্দ্বী কোনো দেশ যাতে পরমাণু অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করাও ইসরাইলের প্রতিরক্ষা কৌশলের অন্যতম প্রধান অগ্রাধিকার।  

মঙ্গলবার নেতানিয়াহু আরও বলেন, লেবাননে ইসরাইলের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই আমরা ইরানের দিকে মনোযোগ দেব।” তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।  

চলতি বছর ইসরাইলের বিরুদ্ধে ইরান দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা ছিল হামাস ও হিজবুল্লাহর শীর্ষ নেতাদের এবং একজন ইরানি জেনারেলের হত্যার জবাব। এর প্রতিক্রিয়ায় ইসরাইল ইরানের সামরিক স্থাপনায় সীমিত হামলা চালায়। সর্বশেষ হামলা হয় গত ২৬ অক্টোবর।  

২০১৫ সালে ইরান এবং ছয় বিশ্বশক্তির মধ্যে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে তেহরান তার পারমাণবিক কর্মসূচিকে সীমিত রাখার প্রতিশ্রুতি দেয়। বিনিময়ে দেশটির ওপর থেকে কঠোর নিষেধাজ্ঞা শিথিল করা হয়। তবে ইরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির ইচ্ছা থাকার বিষয়টি অস্বীকার করেছে।  

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পরমাণু অস্ত্র তৈরির বিরোধিতা করে ফতোয়া জারি করেছেন। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার অধিকারী।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App