লেবাননে আবারো হামলা, ৪ শান্তিরক্ষী আহত

কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১২:২৮ পিএম

ইরান-সমর্থিত হিজবুল্লাহ গেরিলা যোদ্ধাদের সঙ্গে এক বছর ধরে সংঘর্ষে জড়িত রয়েছে। ছবি : সংগৃহীত
লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিলের একটি ঘাঁটিতে রকেট হামলায় চারজন শান্তিরক্ষী আহত হয়েছেন। এই হামলার ফলে দক্ষিণ লেবাননের রামিয়াহ গ্রামে অবস্থিত একটি ইউনিফিল ঘাঁটিতে রকেটের আঘাতে ঘানার চার সেনাসদস্য আহত হন। আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের আঘাতের তীব্রতা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ঘটনার পর ইউনিফিল জানিয়েছে, রকেট হামলায় আরো একটি ঘাঁটি ও শামার ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করা হলেও, হিজবুল্লাহ এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এদিকে, ইসরায়েলের বর্বরোচিত রকেট হামলার প্রেক্ষিতে আর্জেন্টিনা তাদের সেনা ইউনিফিল থেকে প্রত্যাহার করে নিয়েছে। ইউনিফিল, যা দক্ষিণ লেবাননে ইসরায়েলের সঙ্গে সীমান্ত রেখা নিরীক্ষণের জন্য ১০ হাজার সেনা সদস্য নিয়ে মোতায়েন রয়েছে। ইরান-সমর্থিত হিজবুল্লাহ গেরিলা যোদ্ধাদের সঙ্গে এক বছর ধরে সংঘর্ষে জড়িত রয়েছে।
মঙ্গলবার, ইউনিফিলের একটি টহল দল খিরবাত সিলিম গ্রামের উত্তর-পূর্ব দিকে একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের ওপর গুলিবর্ষণ করা হয়, তবে এতে কেউ আহত হয়নি।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন তার এক বিবৃতিতে শান্তিরক্ষীদের ওপর হামলার নিন্দা জানায়। এটি উল্লেখ করা হয় যে, শান্তিরক্ষীদের বিরুদ্ধে যে কোনও আক্রমণ আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের রেজোলিউশন ১৭০১ এর স্পষ্ট লঙ্ঘন। শান্তিরক্ষীদের বিরুদ্ধে এমন হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলেও জানানো হয়েছে।
জাতিসংঘ ১৯৭৮ সালে ইউনিফিল মিশন গঠন করে, ইসরায়েলকে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের পর তা তদারকি করার জন্য। ২০০৬ সালের যুদ্ধের পর, জাতিসংঘ তাদের মিশন সম্প্রসারিত করে এবং সীমান্তে তৈরি করা 'বাফার জোনে' শান্তিরক্ষীদের টহলদারি করার অনুমতি দেয়।