লন্ডনে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফকে হেনস্তা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০২:৫১ পিএম

ছবি : সংগৃহীত
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফকে সম্প্রতি লন্ডনে হেনস্তার শিকার হতে হয়েছে। এ ঘটনায় তাকে ছুরি হামলার হুমকিও দেয়া হয়েছে। সামজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এই ঘটনার বিশদ বিবরণ উঠে এসেছে।
পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) দলের জ্যেষ্ঠ নেতা খাজা আসিফের কাছ থেকে পাওয়া সূত্রের তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরের কাছাকাছি একটি স্থানীয় মেট্রোরেল বা ট্রামজাতীয় গণপরিবহনে। ভিডিওতে দেখা যায়, খাজা আসিফ ওই পরিবহনটিতে চড়ে কোথাও যাচ্ছিলেন, এ সময় তিনি হেনস্তার শিকার হন এবং একপর্যায়ে হামলাকারী তাকে ছুরি দিয়ে আক্রমণের হুমকি দেয়। ভিডিওতে হামলাকারী ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে গেছে এবং এ ঘটনায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম "জিও নিউজ" জানিয়েছে, খাজা আসিফের ঘনিষ্ঠ একাধিক সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, পাকিস্তান সরকার এ ঘটনার পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে নোটিশ দিয়েছে। পাকিস্তানের ইসলামাবাদ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ব্রিটিশ পরিবহন পুলিশকে দ্রুত এ বিষয়ে তদন্ত শুরু করতে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
এটি একটি ব্যক্তিগত সফর ছিল, যাতে খাজা আসিফ বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তিনি সেখানে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের প্রেসিডেন্ট নওয়াজ শরিফ এবং তার মেয়ে, পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের সঙ্গে সাক্ষাতের জন্য উপস্থিত ছিলেন।
নওয়াজ শরিফ, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের প্রধান, খাজা আসিফকে হেনস্তা করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেন, “এটি আমাদের দলের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রের অংশ হতে পারে।” তিনি আরো বলেন, “খাজা আসিফ আমাদের দলের একজন সাহসী এবং দৃঢ় মানসিকতার যোদ্ধা। তিনি যতই প্রতিবন্ধকতার মুখোমুখি হোন, সবকিছুকে সাহসের সঙ্গে মোকাবিলা করেছেন।