×

মধ্যপ্রাচ্য

ইরানে সন্ত্রাসী হামলায় ১০ সীমান্তরক্ষী নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৯:০৩ এএম

ইরানে সন্ত্রাসী হামলায় ১০ সীমান্তরক্ষী নিহত

নিহত ১০ সীমান্তরক্ষী

   

ইরানের দক্ষিণপূর্বাঞ্চলের অস্থিরতা কবলিত সিস্তান বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র হামলাকারীরা সীমান্তরক্ষীদের দু’টি টহল ইউনিটের ওপর চোরাগোপ্তা হামলা চালিয়ে অন্তত ১০ জনকে হত্যা করেছে।

শনিবার (২৬ অক্টোবর) ভোররাতে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান ও পশ্চিমাঞ্চলীয় দু’টি প্রদেশে বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালানোর কয়েক ঘণ্টা পর দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশটিতে সীমান্তরক্ষীদের ওপর হামলার এ ঘটনা ঘটে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্দেহভাজন সুন্নি মুসলিম জঙ্গিরা হামলাটি চালিয়েছে, তাদের সঙ্গে সীমান্তরক্ষীদের গুলি বিনিময় হয়েছে। খবর রয়টার্সের।

সিস্তান বেলুচিস্তান প্রদেশের সঙ্গে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত আছে। সেখানে সুন্নি মুসলিম জঙ্গিদের পাশাপাশি মাদক পাচারকারীদেরও তৎপরতা আছে। এই দুই দেশের সীমান্তের কাছাকাছি চোরাগোপ্তা হামলায় ওই রক্ষীরা নিহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানায়, ওই সীমান্তের তাফতান এলাকায় একটি বিরোধের খবর পেয়ে সীমান্তরক্ষীরা সেখানে যায়, সেখান থেকে ফেরার পথে তাদের ওপর চোরাগোপ্তা হামলা চালনো হয়।

সিস্তান বেলুচিস্তানে ইরানি নিরাপত্তা বাহিনী প্রায়ই জঙ্গিগোষ্ঠী জইশ আল-আদলের হামলার শিকার হয়। হামলার কয়েক ঘণ্টা পর সামাজিক মাধ্যম দেওয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি এ হামলার দায় স্বীকার করেছে।

এই প্রদেশটিতে জইশ আল-আদলের পাশাপাশি আরও বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠীর উপস্থিতি আছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App