×

মধ্যপ্রাচ্য

হিজবুল্লাহর সম্ভাব্য প্রধানকে নিশানা করে ইসরায়েলের বিমান হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০২:০৭ পিএম

হিজবুল্লাহর সম্ভাব্য প্রধানকে নিশানা করে ইসরায়েলের বিমান হামলা

হিজবুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দিন। ছবি : সংগৃহীত

   

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদ্য প্রয়াতপ্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দিনকে টার্গেট করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে বৈরুতের কাছে এ হামলা চালানো হয়।

শুক্রবার (৪ অক্টোবর) ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হাসান নাসরুল্লাহর চাচাতো ভাই সাফিউদ্দীন অন্যান্য হিজবুল্লাহ নেতাদের নিয়ে লেবাননের রাজধানীর দক্ষিণ দাহেহ এলাকায় একটি বাঙ্কারে বৈঠক করার সময় তাদের টার্গেট করে হামলা চালানো হয়েছে। তবে হামলায় তিনি নিহত হয়েছেন কিনা তা এখনো স্পষ্ট নয়। ইসরায়েলি সেনাবাহিনীও হিজবুল্লাহ নেতার নিহতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। সাফিউদ্দিনের বিষয়ে হিজবুল্লাহও এখনো কোনো মন্তব্য করেনি।

লেবাননের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গতকালের ইসরায়েলি হামলা গত সপ্তাহে হাসান নাসরুল্লাহকে টার্গেট করে হামলার চেয়ে অনেক ভয়াবহ ছিল। 

নাসরুল্লাহর চাচাতো ভাই সাফিউদ্দিন হিজবুল্লাহর একজন শীর্ষ নেতা হিসেবে দীর্ঘদিন ধরে সক্রিয়। ইসরায়েলি কর্মকর্তাদের মতে, গত শুক্রবার বৈরুতের কাছে ইসরায়েলেরর ভারী বোমাবর্ষণে নিহতদের মধ্যে তিনি ছিলেন না। তবে এ সপ্তাহের হামলায় তিনি সেখানে উপস্থিত ছিলেন কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

এদিকে গেল ২৪ ঘণ্টায় লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আহত দেড় শতাধিক। পাল্টা হামলায় ১৭ ইসরায়েলি সেনা নিহতের দাবি করেছে হিজবুল্লাহ।

আরো পড়ুন : ইরান-ইসরায়েল সংঘাতে কোন দেশ কার পক্ষে?


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App