×

মধ্যপ্রাচ্য

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের পরবর্তী অভিযান শিগগিরই: গ্যালান্ট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ০৯:১১ এএম

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের পরবর্তী অভিযান শিগগিরই: গ্যালান্ট

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। ছবি: সংগৃহীত

   

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ঘোষণা করেছেন, লেবাননভিত্তিক শিয়া সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের পরবর্তী ধাপ শিগগিরই শুরু হতে যাচ্ছে।

গ্যালান্টের মতে, এই ধাপটি ইসরায়েলের উত্তরের সীমান্ত এলাকার বাসিন্দাদের ঘরে ফেরানোর শর্ত তৈরি করতে সহায়তা করবে। এর আগে হিজবুল্লাহর অবিরত গোলাবর্ষণের কারণে ওই এলাকার অনেক অধিবাসী স্থানান্তরিত হতে বাধ্য হয়েছিলেন। খবর তাসের।

ইসরায়েলের উত্তর সীমান্তের বিভিন্ন এলাকার মেয়রদের সঙ্গে এক বৈঠকে গ্যালান্ট বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে পরবর্তী ধাপ শিগগিরই শুরু হবে। এটি নিরাপত্তা পরিস্থিতি পরিবর্তনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই পদক্ষেপের মাধ্যমে আমরা আমাদের মিশন সম্পন্ন করবো এবং বাসিন্দাদের তাদের ঘরে ফিরিয়ে আনবো।

এর আগে, তিনি লেবানন সীমান্তে মোতায়েন করা ইসরায়েলি সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদেরকে আশ্বস্ত করেন। এসময় তিনি বলেন, আমরা নিজেদের সমস্ত সামর্থ্য ব্যবহার করবো। তোমরা এই প্রচেষ্টার অংশ এবং আমরা বিশ্বাস করি তোমরা যেকোনো পরিস্থিতি সামলাতে সক্ষম।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর ইসরায়েল ‘নর্দার্ন অ্যারো’ নামের একটি সামরিক অভিযান শুরু করে, যার লক্ষ্য ছিল হিজবুল্লাহর সামরিক অবকাঠামো দুর্বল করা। এই অভিযানের অংশ হিসেবে লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বেশ কয়েকটি স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানো হয়। ২৭ সেপ্টেম্বর, ইসরায়েলের এক হামলায় বৈরুতে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ নিহত হন, যা সংগঠনটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

আরো পড়ুন: রাশিয়ার অভ্যন্তরে হামলার আহ্বান জানালেন জোসেপ বরেল

ইসরায়েলের এই অভিযান নিয়ে আন্তর্জাতিক মহলে উত্তেজনা বাড়ছে। বিশেষ করে লেবানন ও তার আশেপাশের দেশগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কারণ এর প্রভাব পুরো অঞ্চলের উপর পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

তাস অবলম্বনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App