×

মধ্যপ্রাচ্য

ইয়েমেনের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০৮:৪৬ এএম

ইয়েমেনের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮৪

বন্যা আল-হুদাইদাহ শহরের শত শত বাড়ি প্লাবিত করেছে। ছবি : সংগৃহীত

   

মধ্যপ্রাচ্যের গৃহযুদ্ধ কবলিত দেশ ইয়েমেনের পশ্চিম অঞ্চলের আল-হুদাইদাহ প্রদেশে বন্যা ও ভারী বর্ষণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জন, আহত হয়েছে ২৫ জন। শুক্রবার (৩০ আগস্ট) দেশটির পশ্চিমাঞ্চলে ক্ষমতাসীন হুথি বিদ্রোহী গোষ্ঠী এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।

হুথি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম সাবা নিউজ এজেন্সি প্রদেশের জরুরি কমিটির এক বিবৃতিকে উদ্ধৃত করে জানিয়েছে, আগস্টের শুরু থেকে আল-হুদাইদাহ প্রদেশে বন্যা ও ভারী বর্ষণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জন মারা গেছে এবং ২৫ জন আহত হয়েছে।

এতে আরো বলা হয়েছে যে বন্যা আল-হুদাইদাহ শহরের উত্তরের প্রবেশ বিন্দুতে পৌঁছেছে, শত শত বাড়ি প্লাবিত করেছে, অবকাঠামো এবং কৃষি জমির মারাত্মক ক্ষতি করেছে এবং শহরের বেশ কয়েকটি রাস্তা ভেসে গেছে।

আরো পড়ুন : ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় ১৬ সেনা নিহত

জাতিসংঘের হিসেব অনুযায়ী, আকস্মিক বন্যার কারণে গত জুলাই থেকে আগস্ট পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে কয়েক ডজন মানুষের এবং বাস্তুচ্যুত হয়েছেন ২ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ।

আগস্টের শুরু থেকে আল হুদাইদাহয়ে শুরু হয়েছে বন্যা। এখন পর্যন্ত পানি নেমে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

২০১৫ সালে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের উত্থান ঘটে। এই পরিস্থিতিতে ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। তারপর থেকেই সংঘাত শুরু হয়েছে সরকার সমর্থক এবং হুথি বিদ্রোহীদের মধ্যে। গত প্রায় ১০ বছরের গৃহযুদ্ধে ইয়েমেনের অবকাঠামো এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে। সেই সঙ্গে দেশটিতে দেখা দিয়েছে গুরুতর মানবিক বিপর্যয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App